‘যুদ্ধের জন্য প্রস্তুত’ ইরান, তবে খোলা রেখেছে আলোচনার পথও
ছবি: সংগৃহীত
ইরান যুদ্ধের জন্য প্রস্তুত, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের পথও খোলা রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তেহরানে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়েও একই বার্তা দেয়া হয়েছে। খবর রয়টার্সের।
সোমবার (১২ জানুয়ারি) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের (স্টিভ উইটকফ) মধ্যে যোগাযোগের চ্যানেল খোলা রয়েছে। প্রয়োজন হলে বার্তা আদান-প্রদানও করা হচ্ছে।’ এ ছাড়া ঐতিহ্যগতভাবে মধ্যস্থতাকারী সুইজারল্যান্ডের মাধ্যমেও দুই দেশের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
বাঘাই বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) কিছু বিষয় উত্থাপন করেছে, কিছু ধারণা সামনে এনেছে। সামগ্রিকভাবে ইরান এমন কখনোই আলোচনার টেবিল ছেড়ে যায়নি।’ তবে তিনি যোগ করেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা ‘পরস্পরবিরোধী বার্তায়’ আন্তরিকতার অভাব রয়েছে এবং তা বিশ্বাসযোগ্য নয়।
এদিকে একই দিনে তেহরানের ইনকিলাব স্কয়ারে এক বিশাল সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, ‘ইরানিরা চারটি ফ্রন্টে যুদ্ধ করছে: অর্থনৈতিক যুদ্ধ, মনস্তাত্ত্বিক যুদ্ধ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সামরিক যুদ্ধ এবং এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ।’
এর আগে রোববার (১১ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরাaনি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে পারে যুক্তরাষ্ট্র। এ ছাড়া ইরানের ‘বিরোধী পক্ষের’ সঙ্গেও যুক্তরাষ্ট্র যোগাযোগ রাখছে বলে জানান তিনি। তবে আলোচনার আগেই ইরানে সামরিক পদক্ষেপের হুমকিও দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট।
প্রসঙ্গত, ইরানে অর্থনৈতিক সংকটের ফলে শুরু হওয়া বিক্ষোভ ক্রমেই সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। দেশটির সব প্রদেশেই ব্যাপক ভাঙচুর চালিয়েছেন বিক্ষোভকারীরা। নিরাপত্তা বাহিনীর ওপর হামলা করেছেন, আগুন দিয়েছেন অর্ধশতাধিক মসজিদেও। জবাবে নিরাপত্তা বাহিনীও পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছুড়েছে। এই সংঘাতে উভয় পক্ষেই বহু মানুষ হতাহত হয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য