প্রথম দেশ হিসেবে ‘স্টারলিংক’ ইন্টারনেট অচল করে দিলো ইরান
এবার ইরান প্রথম দেশ হিসেবে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট প্রায় অচল করে দিয়েছে। দেশটিতে চলমান বিক্ষোভের মধ্যে যখন সরকার ইন্টারনেট বন্ধ করেছিল, তখন মার্কিন ধনকুবের ইলন মাস্ক ইরানের জনগণকে ফ্রি স্টারলিংক ইন্টারনেট দেওয়ার ঘোষণা দেন। তবে ইরান সেনা জ্যামারের মাধ্যমে সেই সংযোগ ব্যাহত করে দেয়।
এদিকে মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ভেতরে হাজার হাজার স্টারলিংক ইউনিট চালু থাকলেও, ব্ল্যাকআউটের কারণে স্যাটেলাইট সংযোগ কার্যত ব্যাহত হয়েছে। প্রথমদিকে স্টারলিংকের আপলিংক ও ডাউনলিংক ট্রাফিকের প্রায় ৩০ শতাংশে সমস্যা দেখা দেয়, কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ৮০ শতাংশের বেশি ট্রাফিক কার্যত বন্ধ হয়ে যায়।
স্টারলিংক রিসিভার স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য জিপিএস ব্যবহার করে। তবে ইসরায়েলের সঙ্গে ২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধের পর থেকে ইরান জিপিএস সিগন্যাল ব্যাহত করে আসছে। এর ফলে শাটডাউনগুলো স্থানের ওপর নির্ভর করে কার্যকর হচ্ছে, এবং সংযোগে ‘প্যাচওয়ার্ক কুইল্ট’-এর মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে কিছু গুরুত্বপূর্ণ এলাকায় প্রায় পুরোপুরি ব্ল্যাকআউট দেখা দিচ্ছে।
টেক বিশেষজ্ঞরা বলছেন, স্যাটেলাইট সংযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানের স্টারলিংক পরিষেবা ব্যহত হচ্ছে। মিয়ান গ্রুপের আমির রাশিদি বলেন, তিনি ২০ বছর ধরে ইন্টারনেট অ্যাক্সেস পর্যবেক্ষণ করছেন, কিন্তু এমন পরিস্থিতি আগে কখনো দেখেননি। এছাড়া, প্রতি ঘণ্টায় ইন্টারনেট বন্ধ থাকায় ইরানের অর্থনীতি ১৫ লাখ ৬০ হাজার ডলার ক্ষতির মুখে পড়ছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য