ক্রিকেটের সঙ্গে দেশের সম্মান জড়িত, আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা: মির্জা ফখরুল
বাংলাদেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনও উন্নতি ঘটেনি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে, শিগগিরই এর সমাধান হবে বলেও প্রত্যাশা করেন তিনি। আজ সোমবার (১২ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে সরকার এখনও কোনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি, যা সরকারের ব্যর্থতা। সেইসাথে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়নি। তবে বিএনপি আশাবাদী খুব শিগগিরই এটির সমাধান হবে।’
ক্রিকেট বোর্ড, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা ও ক্রিকেটার মোস্তাফিজ ইস্যুতেও কথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, ‘ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি ও আমাদের দেশের সম্মান জড়িত আছে। আমাদের দেশের একজন ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা।’ এসময় বিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ‘ক্রিকেট নিয়ে বোর্ডের (বিসিবি) যে সিদ্ধান্ত, বিএনপি এতে একমত। তবে ছোটখাটো বিষয়গুলো সমাধান করাই উত্তম।’
দেশের রাজনীতিতে ও এর কাঠামো পুনর্গঠনে ইতোপূর্বে বিএনপির অবদান সর্বাধিক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি পরীক্ষিত রাজনৈতিক দল। একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রের আসা, সংস্কার, মুক্ত সাংবাদিকতার পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা— সবকিছুই বিএনপি অতীতে করেছে।’
বিএনপি সরকার গঠন করলে তিস্তাসহ আন্তর্জাতিক ও অভিন্ন নদীগুলোর সুষ্ঠু পানিবণ্টন ইস্যুর সমস্যা সমাধান করবে বলেও জানান তিনি। বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা-পদ্মাসহ অন্যান্য অভিন্ন নদী গুলোর বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে ন্যায্য পানির হিস্যা আদায় করা হবে। ভারতের সাথে পারস্পরিক সম্মান রেখেই আমাদের দাবি আমরা আদায় করব। আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক করতে চাইলে তাদেরও বিরূপ আচরণ কমে যাবে।’
মির্জা ফখরুল বলেন, ‘বিদেশে থেকে যারা বড় বড় কথা বলে, তাদের কাছে ফ্যাসিস্ট হলো ফ্যাক্টর; আমাদের কাছে নয়। আমরা ফ্যাসিস্টদের তাড়াতে পাড়ি, মারতে জানি আবার মার খেতেও জানি।’ এসময় দলের চেয়ারম্যান তারেক রহমানের স্থগিত হওয়া উত্তরাঞ্চল সফর নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘উত্তরবঙ্গ তার পিতৃভূমি, পরবর্তীতে অবশ্যই তিনি সফর করবেন।’
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য