ইরানের বিক্ষোভকারীদের সাহায্যে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প
এবার টানা বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান। বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানি বিক্ষোভকারীদের সাহায্য করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘ইরান স্বাধীনতার দিকে তাকিয়ে আছে, যা অভূতপূর্ব। যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত!!!’
গত ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে ভয়াবহ বিক্ষোভ চলছে। মূলত ইরানি মুদ্রা রিয়ালের তীব্র অবমূল্যায়ন এবং ক্রমাবনত অর্থনৈতিক পরিস্থিতির জেরে এই আন্দোলন শুরু হয়। ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারের আশপাশে প্রথম বিক্ষোভ দেখা দিলেও পরে তা দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।
এর আগে শুক্রবার ট্রাম্প বলেছিলেন, ক্রমবর্ধমান অস্থিরতার কারণে ইরান ‘বড় বিপদে’ আছে। তিনি জানান, ওয়াশিংটন পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছে এবং বিক্ষোভকারীদের দমনে প্রাণঘাতী শক্তি ব্যবহার না করতে ইরানি কর্তৃপক্ষকে সতর্ক করেন।
এদিকে ইরান সরকার এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেছে। দেশটির কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নাশকতাকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী ও বিচার বিভাগ কোনো ধরনের সহনশীলতা দেখাবে না।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য