প্রচ্ছদ / শিক্ষা / বিস্তারিত

নারায়ণগ‌ঞ্জে কম্প্রেসার বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ

১০ জানুয়ারি ২০২৬, ১১:৩৬:৩০

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আকিজ সিমেন্ট কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার নবীগঞ্জ এলাকায় কারখানার ভেতরে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- চালক হান্নান, মঞ্জুর, হাবিব, রাকিবুল, খোরশেদ, তারেক, ফেরদৌসসহ আটজন দগ্ধ হয়েছে। দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাতে আকিজ সিমেন্ট কারখানার পলি ফাইবার সেকশনে উৎপাদন কাজ চলাকালীন হঠাৎ বিকট শব্দে একটি এয়ার কম্প্রেসার বিস্ফোরিত হয়। বিস্ফোরণে ওই কারখানার জানালার কাঁচ ভেঙ্গে গেছে। এতে কারখানার কর্মরত আট শ্রমিক দগ্ধ হয়। কারখানার লোকজন আহতদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে পাঠানো হয়েছে।

বন্দর ফায়ার সার্ভিসের ইনচার্জ সঞ্জয় খান বলেন, আকিজ সিমেন্ট কারখানার ভেতরে পলি ফাইভার ইউনিট যেখানে সিমেন্টের ব্যাগ তৈরি হয়। সেখানে হিট এক্সচেঞ্জ নামক কম্প্রেসার মেশিনের বিস্ফোরণ হলে ৮ শ্রমিক দগ্ধ হয়। বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, বিস্ফোরণে কারখানার ৮ শ্রমিক দগ্ধ হয়েছে। তাদেরকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে পাঠানো হয়েছে। তবে তারা ঝুঁকিমুক্ত বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য