কোনো অবস্থাতেই ৫ আগস্টের আগের অবস্থায় ফিরতে চাই না: তারেক রহমান

১০ জানুয়ারি ২০২৬, ২:৫৯:০৫

সমস্যা ছিল, সমস্যা আছে। তবে কোনো অবস্থাতেই ৫ই আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সাথে বিএনপি সরকার গঠন করলে জাতিকে সঠিকপথে পরিচালিত করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি আজ শনিবার (১০ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেছেন, আমরা ৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না। সেই সময়ে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই। আমাদের মতপার্থক্য থাকবে; কিন্তু সেটা মতবিভেদ পর্যায়ে না। যুক্তরাজ্যে দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর ৩০ ডিসেম্বর তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান।

এর ১০ দিনের মাথায় শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। এর পরদিন প্রথম কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান। তিনি বলেন, নতুন প্রজন্ম আশা দেখতে চাচ্ছে…আমরা জাতিকে সঠিক ডাইরেকশনে নিয়ে যেতে পারব। প্রত্যেকটি প্রজন্ম একটি দিক নির্দেশনা চাইছে। মুক্তিযুদ্ধ ও ২৪ এর চেতনাকে মাথায় রেখে কাজ করলে জাতিকে সঠিক নির্দেশনায় নিতে সক্ষম হবো।

সামনের দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ প্রজন্মকে কাজে লাগাতে হবে। নারী পুরুষ সবার নিরাপত্তা নিশ্চিতে জোর দেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গেলে শিক্ষিত নারীকে অর্থনৈতিকভাবে সাবলম্বী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। আবারও চার কোটি ফ্যামিলি কার্ড দেয়ার আশাবাদ পুনর্ব্যক্ত করেন বিএনপির চেয়ারম্যান।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য