শাকিবের ‘রাজকুমারের’ ট্রেলার দেখা যাবে বুর্জ খলিফায়, কত খরচ হচ্ছে
সংগৃহীত ছবি
আগামী ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন। ওইদিনই মুক্তি পেতে যাচ্ছে এবারের ঈদে তার অভিনীত সিনেমা ‘রাজকুমার’। সেদিন সিনেমাটির ট্রেলার দেখানো হবে বিশ্বের অন্যতম ব্যয়বহুল ইমারত দুবাইয়ের বুর্জ খলিফায়। ফলে ট্রেলার উন্মোচনকে ঘিরে ভক্ত-অনুরাগীদের কৌতূহলের শেষ নেই।
সম্প্রতি রাজধানীতে ‘ইফতার উইথ টিম রাজকুমার’ শীর্ষক এক অনুষ্ঠানে সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান জানান, ওইদিন (২৮ মার্চ) বুর্জ খলিফায় ট্রেলার প্রদর্শনের সঙ্গে জন্মদিনের শুভেচ্ছাও জানানো হবে শাকিব খানকে। প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়াও একই কথা জানিয়েছে। এমন খবর বাইরে আসার পর থেকেই দর্শকসহ সিনেমাপ্রেমীদের সবার মনে একটাই প্রশ্ন- ব্যয়বহুল বুর্জ খলিফায় ট্রেলার দেখাতে কত খরচ হচ্ছে?
মূলত ‘মুলেন লো মেনা’ নামের একটি দুবাইভিত্তিক মার্কেটিং এজেন্সি বিশ্বখ্যাত ইমারত বুর্জ খলিফায় যেকোনো প্রচারণার পুরো কাজ করে থাকে। তবে কোনো প্রতিষ্ঠান প্রচারণার চার সপ্তাহ আগেই এর খরচ জমা দিতে হয়। সেইসঙ্গে কোন কনটেন্ট প্রচারিত হবে সেটিও জমা দিতে হয়।
অন্যদিকে, সময় ও দিনের হিসেবে ‘বুর্জ খলিফা ইন ইমার’ প্রচারের খরচ ঠিক করে বলে জানিয়েছে দুবাইয়ের মার্কেটিং এজেন্সি ইডিএস। এক্ষেত্রে ৩ মিনিটের কোনো কনটেন্ট বুর্জ খলিফায় প্রচারণার জন্য গুণতে হয় আড়াই লাখ দিরহাম থেকে প্রায় এক মিলিয়ন দিরহাম। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭০ লাখ থেকে শুরু করে ৩ কোটি টাকা পর্যন্ত।
তবে সপ্তাহের কোনদিন এবং কোন সময়ে কনটেন্ট প্রদর্শিত হবে এর ওপর নির্ভর করে টাকার অঙ্ক। এরমধ্যে সাপ্তাহিক ছুটির দিনে হলে অতিরিক্ত অর্থ গুণতে হবে। আর কনটেন্ট প্রচারের ক্ষেত্রে সাধারণত রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত সময়কে পিক আওয়ার হিসেবে ধরা হয়। এছাড়া বিশেষ দিনে বুর্জ খলিফায় প্রচারণার পরিমাণ অনির্ধারিত থাকে।
প্রসঙ্গত, শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ সিনেমাটির শুটিং ঢাকা ছাড়াও পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, সাজেক ভ্যালিসহ ভারত ও যুক্তরাষ্ট্রে হয়েছে। শাকিবের বিপরীতে সিনেমাটিতে অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য