টানা ৬ হারের পর বিপিএলে জয়ের মুখ দেখলো নোয়াখালী
ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস দেখছিল একের পর এক হার। শুরুর টানা ৬ ম্যাচ হেরে সপ্তম ম্যাচে গিয়ে জয়ের মুখ দেখলেন সৌম্য সরকার-হাবিবুর রহমান সোহানরা। রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে নোয়াখালী।
জয়ের জন্য শেষ ওভারে রংপুরের লাগত ১৫ রান। তবে হাসান মাহমুদের করা দুর্দান্ত সেই ওভারে দিশেহারা হয়ে যায় তারা। ওভারের প্রথম, তৃতীয় ও শেষ বলে খুশদিল শাহ, মৃত্যুঞ্জয় চৌধুরী ও মুস্তাফিজুর রহমানকে আউট করে দেন তিনি। খরচ করেন মাত্র ৫ রান।
১৪৯ রানের লক্ষ্যে খেলতে নেমে আজ ব্যাটিংয়ে অন্য দিনের মতো দাপট দেখাতে পারেনি রংপুর। ২ উইকেট হারিয়ে ৮৬ রান করে ফেললেও তাওহিদ হৃদয় ও ইফতিখার আহমেদ ব্যাট করেছেন ধীরগতিতে। এরপর ধারাবাহিকভাবে উইকেটও হারাতে থাকে দলটি। হৃদয় ২৮ বলে ২৯ ও ইফতিখার ৩১ বলে ৩৭ রান করেন।
ছয়ে নেমে ১৬ বলে ২৪ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের রানও স্পর্শ করতে না পারায় ৯ উইকেট হারিয়ে ১৩৯ রানে থামে রংপুর। নোয়াখালীর পেসার হাসান মাহমুদ বল হাতে ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে মাত্র ২৬ রান খরচায় ৪ উইকেট পান তিনি। সমান ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন জহির খান।
এর আগে, প্রথমে ব্যাট করে নোয়াখালী দেড় শ ছুঁইছুঁই সংগ্রহ পায় টপ অর্ডারের তিন ব্যাটার সৌম্য সরকার (২৭ বলে ৩১), হাবিবুর রহমান সোহান (১৬ বলে ৩০) ও জাকের আলির (৩৭ বলে ৩৮) ব্যাটিংয়ে। এর বাইরে বলার মতো রান করেছেন কেবল মাহিদুল ইসলাম অঙ্কন (২১ বলে ২৮)। রংপুরের সেরা বোলার মুস্তাফিজ ৪ ওভারে ১৮ রান খরচায় নেন ৩ উইকেট।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য