বড় দুঃসংবাদ পেল ভারত
ছবি: সংগৃহীত
ঘরের মাঠে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণ শুরু হতে আর বাকি এক মাসেরও কম সময়। ঠিক এমন মুহূর্তে দুঃসংবাদ পেল স্বাগতিক ভারত। টেস্টিকুলার টরশনজনিত সমস্যার কারণে জরুরি অস্ত্রোপচার করাতে হয়েছে দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার তিলক বর্মাকে। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের বড় অংশ থেকেই ছিটকে গেলেন এই তারকা।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নিশ্চিত করেছে যে, সফল অস্ত্রোপচার শেষে সকালে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিলক। শুক্রবার (৯ জানুয়ারি) তিনি নিজ শহর হায়দরাবাদে ফিরবেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং তিনি সুস্থতার পথে রয়েছেন। সাধারণত এ ধরনের অস্ত্রোপচারের পর পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে অন্তত দুই সপ্তাহ সময় লাগে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজ শুরু হবে ১১ জানুয়ারি। তিনটি ওয়ানডে শেষে ২১ জানুয়ারি থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তিলক বর্মা নিশ্চিতভাবেই সিরিজের প্রথম তিনটি ম্যাচ মিস করছেন। তবে সিরিজের শেষ দুটি ম্যাচ এবং ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে এখনো ঘোরতর সংশয় রয়েছে। টিম ম্যানেজমেন্ট তার সেরে ওঠার ওপর কড়া নজর রাখছে।
২৩ বছর বয়সী এই ব্যাটার বর্তমানে ক্যারিয়ারের সেরা ছন্দে রয়েছেন। সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে হাঁকিয়েছেন দুটি ঝোড়ো ফিফটি। ঘরোয়া ক্রিকেটেও তার ব্যাটে রানের ফোয়ারা ছুটছে; বিজয় হাজারে ট্রফিতে চণ্ডীগড়ের বিপক্ষে খেলেছেন ১০৯ রানের দুর্দান্ত এক ইনিংস। বিশ্বকাপের আগে টপ অর্ডারে তার অভাব ভারতের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের পর্দা ওঠার আগে তিলক বর্মা শতভাগ ফিট হয়ে উঠতে না পারলে সেটি আয়োজক দেশ হিসেবে ভারতের শিরোপা পুনরুদ্ধারের মিশনে বড় প্রতিবন্ধকতা হতে পারে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য