শনিবার ৩১ জানুয়ারি, ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ণ

ইংরেজিতে কথা বলতে আমার অদ্ভুত লাগে: মেসি

৮ জানুয়ারি, ২০২৬ ১১:৩৩:২৭
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার রোজারিওতে জন্ম নেয়া লিওনেল মেসি ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটিয়েছেন স্পেনে। দুটি দেশই স্প্যানিশ ভাষা ব্যবহার করে। স্বাভাবিকভাবেই এই ভাষায় পারদর্শিতা আছে মেসির। তবে বৈশ্বিক ভাষা হিসেবে ইংরেজির প্রয়োজনও যে হয়! যদিও ইংরেজি বলতে অদ্ভুত লাগে আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী তারকার। মেসি নিজেই জানিয়েছেন একথা। খবর স্প্যানিশ গণমাধ্যম মার্কার।

ইংরেজি ভাষা যথাসম্ভব এড়িয়ে চলেন মেসি। শুধু ইংরেজিই নয়, স্প্যানিশ বাদে অন্য কোনো ভাষাতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন না তিনি। আর্জেন্টিনার স্ট্রিমিং চ্যানেল লুজুটিভি–তে দেয়া এক সাক্ষাৎকারে ইন্টার মায়ামি অধিনায়ক এসব জানান।

সাক্ষাৎকারের এক পর্যায়ে উপস্থাপক নিকোলাস ওকিয়াতো ও দিয়েগো লেউকো তাকে বার্সেলোনায় খেলার সময় নেইমার ও লুইস সুয়ারেজের সঙ্গে করা একটি প্রচারণামূলক ভিডিওর কথা স্মরণ করিয়ে দেন। সেখানে চীনা নববর্ষের শুভেচ্ছা জানাতে নেইমার ও সুয়ারেজ চীনা ভাষায় কথা বললেও মেসি কথা বলেন স্প্যানিশে, যা অনেকের নজরে আসে।

ইংরেজি ভাষায় কথা বলতেও স্বাচ্ছন্দ্যবোধ করেন না জানিয়ে মেসি বলেন, ‘ইংরেজিতে কথা বলতে গেলে আমার অদ্ভুত লাগে। আমি এটা পছন্দ করি না এবং সবকিছু স্প্যানিশেই করতে পছন্দ করি। তবে ইংরেজির ক্ষেত্রে আমি মনে করি, আমি বলতে পারি এবং অন্যরাও সেটা বুঝতে পারে।’

মেসি অবশ্য পরিষ্কার করে দেন, এগুলো ইংরেজি শেখার প্রতি অনাগ্রহের কারণে নয়। ব্যক্তিগত আলাপে তিনি ইংরেজিতে কথা বলেন বলেও জানান। বরং এই সিদ্ধান্ত তার নির্ভেজাল ব্যক্তিত্বেরই প্রতিফলন

প্রসঙ্গত, মাঠের পারফরম্যান্সে দারুণ সময় কাটাচ্ছেন মেসি। ইন্টার মায়ামির হয়ে তিনি জিতেছেন এমএলএস কাপ, পাশাপাশি অর্জন করেছেন এমভিপি ও গোল্ডেন বুট। সামনে বিশ্বকাপ থাকায় ২০২২ সালে আর্জেন্টিনার হয়ে জেতা শিরোপা ধরে রাখার বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে মেসি জানিয়েছেন, আগামী বিশ্বকাপে তার অংশগ্রহণ এখনো চূড়ান্ত নয়। সবকিছু নির্ভর করবে তার শারীরিক অবস্থার ওপর।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD