এবার কলকাতা উপ-হাইকমিশন থেকেও ভারতীয়দের ভিসা দেয়া বন্ধ করল বাংলাদেশ
ছবি: সংগৃহীত
এবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন থেকেও ভারতীয় নাগরিকদের ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। দিল্লি-আগরতলায় এই ভিসা পরিষেবা আগেই বন্ধ হলেও কলকাতায় এতোদিন তা চালু ছিল এবং এবার সেখান থেকেও ভিসা সেবা দেয়া বন্ধ করল ঢাকা। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য সামনে এনেছে সংবাদমাধ্যম আনন্দবাজার।
কলকাতা-ভিত্তিক এই সংবাদমাধ্যমটি বলছে, ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। বুধবার থেকেইেএই সেবা বন্ধ হয়ে গেছে বলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে খবর পাওয়া গেছে। বাংলাদেশে ‘ভারতীয়দের নিরাপত্তা’ সংক্রান্ত বিষয়ের কথা মাথায় রেখেই ঢাকা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। আগামী দুই মাস বাংলাদেশের ভিসা পাওয়ার কোনও সম্ভাবনা ভারতীয় পর্যটকদের জন্য নেই বলেও জানানো হয়েছে।
দিল্লির বাংলাদেশ দূতাবাস এবং আগরতলার উপদূতাবাস থেকে পর্যটক ভিসা দেয়া আগেই বন্ধ করে দেয়া হয়েছিল। শুধু কলকাতার বাংলাদেশ উপদূতাবাস থেকে এই পরিষেবা চালু রাখা হয়েছিল। বুধবার থেকে তা-ও বন্ধ করে দেয়া হয়। ফলে গোটা ভারতে কোথাও আর বাংলাদেশে যাওয়ার পর্যটক ভিসা আপাতত ভারতীয় নাগরিকরা পাবেন না।
কলকাতার বাংলাদেশ উপদূতাবাস বা দিল্লির দূতাবাস এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। ভিসা দেয়া বন্ধ করার বিষয়ে তাদের পক্ষ থেকে কোনও বিবৃতিও প্রকাশ করা হয়নি। তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতীয়দের জন্য এমপ্লয়মেন্ট ভিসা (কর্মসূত্রে বাংলাদেশে যাওয়ার জন্য), বিজনেস ভিসা (ব্যবসায়িক কাজে বাংলাদেশে যাওয়ার জন্য) দেয়া এখনও চালু আছে।
এছাড়া ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্যও ভিসা দেয়া হবে। কারণ, এই ধরনের ভিসা বহুস্তরে যাচাই প্রক্রিয়ার মাধ্যমে দেয়া হয়। তাই কতজন ভারত থেকে বাংলাদেশে যাচ্ছেন, কী কাজে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন বা থাকছেন, সে সব তথ্য বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে বিস্তারিত ভাবে থাকে। ফলে তাদের ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত বিষয় সুনিশ্চিত রাখা অপেক্ষাকৃত সহজ হয়।
তবে পর্যটকদের ক্ষেত্রে তা অতটা সহজ হয় না। অর্থাৎ কাজের জন্য ভারতীয়রা বাংলাদেশে যাওয়ার ভিসা পেতে পারেন। বেড়ানোর জন্য নয়। তবে ‘বিশেষ বিশেষ’ ক্ষেত্রে সাধারণ নাগরিকদের জন্য (অর্থাৎ, যারা কাজের উপলক্ষে বাংলাদেশে যাচ্ছেন না) ভিসা দেয়া হতে পারে। তবে তা নির্ভর করবে সংশ্লিষ্ট দূতাবাস বা উপদূতাবাস কর্তৃপক্ষের বিবেচনার ওপর।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য