শনিবার ৩১ জানুয়ারি, ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ণ

জকসু নির্বাচনে ভিপিসহ শীর্ষ তিন পদে শিবিরের জয়

৮ জানুয়ারি, ২০২৬ ১২:০৪:১৩
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শীর্ষ তিনটি গুরুত্বপূর্ণ পদে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ভিপি, জিএস ও এজিএস- এই তিন পদেই শিবিরের প্রার্থীরা এগিয়ে থেকে বিজয়ী হয়েছেন বলে জানা গেছে।

ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে বিজয়ী হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম। তিনি মোট ৫ হাজার ৫০৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ২৮৭ ভোট। ফলে ভিপি পদে রিয়াজুল ইসলাম ১ হাজার ২১৭ ভোটের ব্যবধানে জয় লাভ করেন। উল্লেখযোগ্যভাবে, ভোট গণনার শুরুতে রাকিব এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ফলাফল শিবিরের পক্ষেই যায়।

সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ। একইভাবে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয় পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জবি শাখার আহ্বায়ক মাসুদ রানা। এই দুটি পদে শুরু থেকেই শিবির সমর্থিত প্রার্থীরা স্পষ্ট ব্যবধানে এগিয়ে ছিলেন।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো জকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ১২টার দিকে ভোট গণনা শুরু হয় এবং দীর্ঘ প্রায় ২৩ ঘণ্টা পর বুধবার রাত সাড়ে ১১টার দিকে গণনা শেষ হয়। প্রতিটি কেন্দ্রের ফলাফল আলাদাভাবে ঘোষণা করা হলেও নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিকভাবে সমন্বিত চূড়ান্ত ফল ঘোষণা করেনি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD