শুক্রবার ৩০ জানুয়ারি, ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ণ

ট্রাম্প কি ভেনেজুয়েলার মতো প্রধানমন্ত্রী মোদিকেও অপহরণ করবেন: কংগ্রেস নেতা

৭ জানুয়ারি, ২০২৬ ১০:১৭:০৫

এবার ভেনেজুয়েলায় মার্কিন সামরিক বাহিনীর অভিযানের মতো ভারতেও কিছু ঘটতে পারে কি না, এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন ভারতে বিরোধীদল কংগ্রেসের নেতা পৃথ্বীরাজ চবন। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই মন্তব্যের পর কংগ্রেসের এই নেতার তীব্র সমালোচনা করেছেন অনেকে। মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে। এই বিষয়ে কংগ্রেসের ওই নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে লিখেছেন, ‘‘ভেনেজুয়েলায় যা ঘটেছে, তেমন কিছু কি ভারতে ঘটবে? ট্রাম্প কি আমাদের প্রধানমন্ত্রীকে অপহরণ করবেন?’’

কংগ্রেস নেতার এমন মন্তব্যের তীব্র সমালোচনা করে জম্মু-কাশ্মির পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তা এসপি বৈদ বলেন, এটি ‌‌সমগ্র দেশের জন্যই অপমানজনক মন্তব্য। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে চবনের বক্তব্যকে ‌‌‘‘ব্রেন ডেড’’, ‘‘অশিক্ষিত’’, ‘‘মূর্খ’’ ইত্যাদি বলে আখ্যায়িত করেছেন। ভারতের মতো একটি পারমাণবিক শক্তিধর দেশের ক্ষেত্রে এমন বক্তব্য হাস্যকর বলেও মন্তব্য করেছেন তারা।

দীর্ঘ রাজনৈতিক জীবনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা চবন ভারতের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের বিষয়টি নিয়েও কথা বলেছেন পৃথ্বীরাজ। ‘‘৫০ শতাংশ শুল্ক থাকলে বাণিজ্য কার্যত সম্ভব নয়। বাস্তবে এটি ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য বন্ধ করারই শামিল, বিশেষ করে ভারত থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি। সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা যায় না বলে শুল্ককে বাণিজ্য বন্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এর ভার ভারতকেই বহন করতে হবে।’’

তিনি বলেন, ‘‘আমাদের দেশের জনগণ আগে যুক্তরাষ্ট্রে রপ্তানি থেকে যে মুনাফা পেতেন, তা আর পাওয়া যাবে না। আমাদের বিকল্প বাজার খুঁজতে হবে এবং সেই দিকেই প্রচেষ্টা ইতোমধ্যে শুরু হয়েছে।’’ ‘এরপর কী’ এমন প্রশ্ন করে পৃথ্বীরাজ বলেন, ‘‘ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে যা করেছেন, ভারতের সঙ্গেও যদি তেমন কিছু করেন, তাহলে কী হবে?’’

জম্মু-কাশ্মির পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তা এসপি বৈদ বলেন, ‘‘ট্রাম্প ভেনেজুয়েলা ও মাদুরোর সঙ্গে যা করেছেন, তা নরেন্দ্র মোদির ক্ষেত্রেও হওয়া উচিত—এমন ভাবনা সমগ্র দেশের জন্য অপমানজনক। কথা বলার আগে অন্তত ভাবুন, পৃথ্বীরাজ চবন। নাকি এটাই এখন কংগ্রেসের আসল আদর্শ, যা প্রকাশ্যে বেরিয়ে আসছে?’’ সূত্র: এনডিটিভি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD