মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা

৫ জানুয়ারি ২০২৬, ৯:৪৩:৫০

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ওহাইও অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ। সোমবার (৫ জানুয়ারি) এই তথ্য জানানো হয়। খবর গার্ডিয়ানের।

মার্কিন সিক্রেট সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার সময় সিনসিনাটিতে অবস্থিত নিজ বাসভবনে উপস্থিত ছিলেন না ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সোমবার মধ্যরাতের কিছু পর একজন প্রাপ্তবয়স্ক পুরুষকে আটক করা হয়। তার বিরুদ্ধে ‘ভাইস প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনের বাইরের অংশে জানালা ভাঙাসহ সম্পত্তির ক্ষতি সাধনের’ অভিযোগ আনা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুলিয়েলমি বলেন, ‘অভিযোগ গঠনের বিষয়টি পর্যালোচনার সময় সিনসিনাটি পুলিশ বিভাগ ও যুক্তরাষ্ট্রের অ্যাটর্নির দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করছে সিক্রেট সার্ভিস।’

সিনসিনাটির সংবাদমাধ্যম ডব্লিউএলডব্লিউটি জানায়, ইস্ট ওয়ালনাট হিলস এলাকায় অবস্থিত ওই বাড়ির জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন খবর পেয়ে সিক্রেট সার্ভিসের এজেন্ট ও সিনসিনাটি পুলিশ সেখানে যায় এবং ঘটনাস্থলে কয়েক ঘণ্টা অবস্থান করে।

অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) আইনশৃঙ্খলা বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্র জানায়, মধ্যরাতের দিকে সিক্রেট সার্ভিসের এজেন্টরা বাড়ির ভেতর থেকে একটি বিকট শব্দ শুনতে পান। পরে তারা দেখতে পান, একজন ব্যক্তি হাতুড়ি দিয়ে জানালা ভেঙে বাড়িতে ঢোকার চেষ্টা করছিল। ওই ব্যক্তি বাড়ির ড্রাইভওয়ে দিয়ে ওঠার সময় সিক্রেট সার্ভিসের একটি গাড়িতেও ভাঙচুর চালায় বলে জানান এক কর্মকর্তা।

ডব্লিউএলডব্লিউটির প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে ওই বাড়িতে ছিলেন ভ্যান্স। তবে রোববার (৪ জানুয়ারি) বিকেলে তিনি সেখান থেকে বেরিয়ে যান। সংবাদমাধ্যমটি তাদের ওয়েবসাইটে প্রকাশিত একটি ছবিতে নিচতলার একটি জানালায় অন্তত চারটি কাচের প্যানেলে ক্ষতির চিহ্ন দেখা গেছে বলে দাবি করেছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য