শুক্রবার ৩০ জানুয়ারি, ২০২৬, ০১:২৮ অপরাহ্ণ

আমাকে তদন্ত রিপোর্ট ছাড়াই রিমান্ড দিয়েছে: সুরভী

৫ জানুয়ারি, ২০২৬ ৩:৪০:১২

এবার ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। তবে তাকে তদন্ত রিপোর্ট ছাড়াই রিমান্ডে হয়েছে বলে সুরভী অভিযোগ করেছেন। সোমবার (৫ জানুয়ারি) আদালত থেকে প্রিজন ভ্যানে নেওয়ার সময় সুরভী বলেন, ‘কোনো তদন্ত প্রতিবেদন ছাড়া আমাকে রিমান্ডে নেওয়া হচ্ছে। এছাড়া এই মামলায় চারজন আসামী হলেও শুধুমাত্র তাকেই গ্রেপ্তার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।’

এদিকে রায়ের প্রতিক্রিয়ায় সুরভীর আইনজীবী বলেন, ‘এই মামলা ভুয়া। আমরা আগামীকালের মধ্যেই রিভিশন করব। আশা করি, ন্যায়বিচার পাব।’ এর আগে, আজ সোমবার (৫ জানুয়ারি) গাজীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অনুষ্ঠিত শুনানিতে সুরভীকে ২১ বছর বয়সী দেখিয়ে এই রিমান্ড আবেদন করে পুলিশ। খোঁজ নিয়ে জানা গেছে, তাহরিমা জান্নাত সুরভীর জন্ম সনদ অনুযায়ী এখনও ১৮ বছর পূর্ণ হয়নি তার। যদিও পুলিশ বলছে, মামলার এজাহারে বাদির দেওয়া তথ্যানুযায়ীই বয়সের তথ্য রেকর্ড করা হয়েছে।

শিশু আইন, ২০১৩ অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী শিশুদের রিমান্ড আবেদনের সুযোগ নেই। এমনকি এমন শিশুদের কারাগারেও থাকার কথা নয়। কিন্তু সুরভীর ক্ষেত্রে এটি মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। ২০২৪ সালের ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় তাহমিনা জান্নাত সুরভীর নামে ৫০ হাজার টাকা চাঁদাবাজির মামলা করেন সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয়। মামলার এজাহারে সুরভী ২০ বছর বয়সী বলে উল্লেখ করেন তিনি। একইদিন মামলার প্রাথমিক তথ্য বিবরণী প্রস্তুত করে পুলিশ।

এজাহারে সুরভীর পরিচয় সুস্পষ্ট উল্লেখ থাকলেও তথ্য বিবরণীতে সুরভীর পিতা, গ্রাম ও থানা উল্লেখ করা হয় ‘অজ্ঞাত’। এজাহারে উল্লেখ পিতা, গ্রাম ও থানা সম্পর্কে তাৎক্ষণিক নিশ্চিত না হলেও বয়সের ক্ষেত্রে ভীন্ন চিত্র দেখিয়েছে পুলিশ। তারা কর্তৃক প্রাথমিক তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়, সুরভীর বয়স ২১। অন্যদিকে, জুলাই গণ‌অভ্যুত্থানের সম্মুখসারির সংগঠক তাহমিনা জান্নাত সুরভী অভ্যুত্থানের সময় এস‌এসসি অধ্যরনরত ছিলেন। বর্তমানে তিনি গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে ইন্টারমিডিয়েটে পড়ছেন।

তাছাড়াও গাজীপুর সিটি কর্পোরেশনে ২০১৮ সালে নিবন্ধিত সুরভীর জন্ম সনদ অনুযায়ী, ২০০৮ সালের ২৯ নভেম্বর জন্মগ্রহণ করেন সুরভী। সে অনুযায়ী, আজ সোমবার পর্যন্ত সুরভীর বয়স হয় ১৭ বছর ১ মাস ৭ দিন। বাংলাদেশে শিশুদের জন্য ‘শিশু আইন, ২০১৩’ নামক মোট ১০০টি ধারার বিশেষ আইন আছে। সেখানে বলা হয়েছে, বিদ্যমান অন্য কোনো আইনে ভিন্নতর যা কিছুই থাকুক না কেন, এই আইনের উদ্দেশ্য পূরণ কল্পে, অনূর্ধ্ব ১৮ বছর বয়স পর্যন্ত সব ব্যক্তি শিশু হিসাবে গণ্য হবে।

সেখানে আরও বলা হয়েছে, শিশুর মাধ্যমে সংঘটিত যেকোনো অপরাধের বিচার করবে শিশু আদালত এবং অপরাধের দায়ে অভিযুক্ত অথবা বিচারে দোষী সাব্যস্ত শিশুকে সাধারণ জেল হাজতের পরিবর্তে নিরাপদ হেফাজতে বা শিশু উন্নয়ন কেন্দ্রে রাখতে হবে। শিশু আইন অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে রিমান্ডে নেওয়ারও সুযোগ নেই। শিশুসংক্রান্ত আন্তর্জাতিক সনদে (কনভেনশন) স্বাক্ষরকারী দেশ হিসেবে শিশু আইনে এটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ। এছাড়া ২০১৬ সালের একটি মামলায় একটি শিশুকে রিমান্ডে নেওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার শিশু আদালতের বিচারক রুহুল আমিন এ সংক্রান্ত সুস্পষ্ট আদেশ দিয়েছিলেন।

এছাড়া, শিশু আইনে অভিযুক্তের ক্ষেত্রে জামিনেও গুরুত্ব দেওয়া হয়েছে। এদিকে, পুলিশ সুরভীর বয়স বাড়িয়ে ২৬ ডিসেম্বর তাকে আদালতে উপস্থাপন করে। ফলে সুরভীর জামিন আবেদন খারিজ করে দিয়ে তাকে কারাগারে পাঠান আদালত। গতকাল (রবিবার) আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান বলেছিলেন, মামলায় এখন পর্যন্ত কোনো জব্দ তালিকা নেই। কোনো চার্জশিটও দাখিল হয়নি। কবে নাগাদ হবে, তা বলতে পারছি না। এর আগে সুরভীর জামিন নামঞ্জুর করা হয়েছে। কাল (সোমবার) শুনানিতে পুলিশ রিমান্ড আবেদন করবে। যদি রিমান্ড নামঞ্জুর হয়, তাহলে আমরা কালকেই উচ্চ আদালতে যাব। আর রিমান্ড মঞ্জুর হয়, তাহলে প্রতিবেদন আসার পর যাব।

এ বিষয়ে জানতে চাইলে দুপুর ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, রিমান্ড আবেদন গ্রেফতার হওয়ার পরই হওয়ার কথা। আজ এ মামলার শুনানি হওয়ার কথা। আদালত সিদ্ধান্ত নেবেন, রিমান্ড হবে কি হবে না। আসামীর বয়স ২১ নাকি ১৭, সেটির সত্যতার বিষয়ে কিছু বলতে পারছি না। আমার এ থানায় জয়েনিং হয়েছে মামলাটি এন্ট্রি হওয়ার পরে। আর এটি এখনো তদন্তাধীন। বাদী এজাহারে যে বয়স উল্লেখ করেছে, আসামির বয়স পুলিশ সেভাবেই হয়তো রেকর্ড করেছে। যদি উনার বয়স কম হয়ে থাকে, সেক্ষেত্রে বিষয়টি আইন দেখবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD