যুক্তরাষ্ট্রে সহায়তা পাওয়া অভিবাসীদের তালিকায় বাংলাদেশ, নেই ভারত
এবার যুক্তরাষ্ট্রে সহায়তা পাওয়া অভিবাসীদের তালিকা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার প্রকাশিত তালিকায় রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, চীন, নেপালসহ শতাধিক দেশের অভিবাসী। তবে তালিকায় নেই ভারত। তালিকায় অভিবাসীদের কল্যাণ ভাতা ও সহায়তা পাওয়ার হার তুলে ধরা হয়েছে। এতে বিশ্বের প্রায় ১২০টি দেশ ও অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে, যারা সহায়তা পান। ভারত এ তালিকায় নেই।
এদিকে স্থানীয় সময় রোববার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বের বহু দেশের তালিকা প্রকাশ করেন। ওই তালিকায় পাকিস্তান, ভুটান, চীন, বাংলাদেশ ও নেপালের মতো দেশের নাম রয়েছে এবং সেখানে দেখানো হয়েছে, এসব দেশ থেকে আসা অভিবাসীরা যুক্তরাষ্ট্রে কত শতাংশ কল্যাণভাতা ও সহায়তা পান।
ট্রাম্পের পোস্ট করা চার্টটিতে অভিবাসীদের জন্মভূমি এবং কত শতাংশ অভিবাসী পরিবার সহায়তা পাচ্ছে, তা দেখানো হয়েছে। তালিকায় রয়েছে–বাংলাদেশ (যেখানে ৫৪.৮ শতাংশ অভিবাসী পরিবার সহায়তা পায়), পাকিস্তান (৪০.২ শতাংশ), নেপাল (৩৪.৮ শতাংশ), চীন (৩২.৯ শতাংশ), ইসরাইল/ফিলিস্তিন (২৫.৯ শতাংশ), ইউক্রেন (৪২.৭ শতাংশ) ও ‘এশিয়া অনির্দিষ্ট’ শ্রেণিতে (৩৮.৮ শতাংশ)।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে প্রকাশিত দ্য হিন্দুর এই প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রধান অভিবাসী গোষ্ঠীগুলোর মধ্যে ভারতীয়-আমেরিকানদের পারিবারিক আয় সবচেয়ে বেশি। পিউ রিসার্চ সেন্টারের হিসাবে, যুক্তরাষ্ট্রে বসবাসকারী এশীয়দের মধ্যে ভারতীয়-আমেরিকানরা দ্বিতীয় বৃহৎ গোষ্ঠী, যারা মোট এশীয় জনসংখ্যার প্রায় ২১ শতাংশ।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য