আবেদ আলীর ‘সহযোগী’ বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা জিকুর দেশত্যাগে নিষেধাজ্ঞা
এবার বিসিএসের প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ‘সহযোগী’ জাকারিয়া রহমান জিকুর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল রবিবার (৪ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে দুর্নীতি দমন কমিশন-দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক আল-আমিন আবেদনটি করেন। আবেদনে বলা হয়, জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে আবেদ আলীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তদন্তকালে আবেদ আলীর সঙ্গে বিভিন্ন ব্যক্তির অস্বাভাবিক ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেনের তথ্য পাওয়া যায়। তাদের মধ্যে জাকারিয়া একজন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, তিনি একজন সরকারি কর্মকর্তা হিসেবে সংঘবদ্ধ প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত। তিনি দেশ থেকে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ অবস্থায় তার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ একান্ত জরুরি।
গত ২০২৪ সালের ৮ জুলাই আবেদ আলীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। ৫ জানুয়ারি দুদক আবেদ আলী জীবনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও (৩) ধারায় মামলা দায়ের করে। সেখানে পাঁচ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও প্রায় ৪৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
জানা গেছে, জাকারিয়া রহমান জিকু ৩০তম বিসিএসের পুলিশ ক্যাডারের কর্মকর্তা। বর্তমানে পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত রয়েছেন। তিনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ধাওড়া গ্রামের শফিকুর রহমানের ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক এই শিক্ষার্থী ৩০তম বিসিএসে যোগদান করার আগে ২৯তম বিসিএসে প্রশাসন ক্যাডারে নিয়োগ পেয়েছিলেন জিকু। সেখানে তিনি ৯ মাস সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে দ্বায়িত্বও পালন করেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য