শনিবার ৩১ জানুয়ারি, ২০২৬, ০১:২০ পূর্বাহ্ণ

ভারতকে ধিক্কার জানালেন মিশা সওদাগর

৫ জানুয়ারি, ২০২৬ ১২:১৮:২৫
ছবি: সংগৃহীত

আইপিএলের এবারের আসরে শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) ৯ কোটি ২০ লাখ রুপির চুক্তিতে সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তির মুখে শেষ পর্যন্ত তাকে দল থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বোর্ডের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর।

রোববার (৪ জানুয়ারি) চলচ্চিত্রের শীর্ষ এই খল অভিনেতা মিশা সওদাগরের জন্মদিন। এদিন দুপুরে চলচ্চিত্রে আসার আগে নিজে একজন ‘স্পোর্টসম্যান’ ছিলেন সেই গল্প করতে করতে মিশার কথায় উঠে আসে মুস্তাফিজ, আইপিএল ইস্যু ও ভারতীয় ক্রিকেট বোর্ডের অভদ্র আচরণ।

তিনি বলেন, ‘আমি ক্রিকেট খুবই পছন্দ করি। খুবই দুঃখের সঙ্গে বলতে হয় যে মুস্তাফিজ একজন খুবই অসাধারণ ক্রিকেটার। মুস্তাফিজকে সামনে রেখে আদর করা যায়, সম্মান করা যায়, বাংলাদেশে মাশরাফির পরে এত লম্বা সময় ধরে, এত ঐশ্বর্যমণ্ডিত ক্যারিয়ার, তার চোখে অহংকারের একটা ‘অ’ নেই।’ মিশা আরও বলেন, ‘এই ছেলেটা (মুস্তাফিজ) যেখানেই খেলতে যায় সেখানেই সে ভালো করে। মাঝখানে সমস্যা হয়েছিল, ঠিক করে ফিরেছে। এখন যেখানেই যাচ্ছে ভালো করছে। শাহরুখ খানের দলে ১২ কোটি টাকায় গিয়েছিল। ও তো এখন গ্লোবাল স্টার। ওর সম্মান মানে তো আমাদের সম্মান। ’

চলচ্চিত্র জগতের এই খলনায়ক বলেন, ‘রাজনীতি বা উগ্রতার কারণে যারা (ভারতীয় ক্রিকেট বোর্ড) সংস্কৃতিকে ছাড়িয়ে প্রতিবন্ধকতা তৈরি করল তাদের ধিক্কার জানাই। মুস্তাফিজকে এভাবে বাদ দিয়ে তারা খুবই বাজে রুচির পরিচয় বহন করলো। এই মন মানসিকতা দুনিয়ার যাদেরই আছে তাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছি। তাদের সঙ্গে আমরা কখনোই আপস করবো না।

মিশা আরও বলেন, ‘যারা সংস্কৃতির সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলে ওদের সঙ্গে আমাদের মেলালে হবে না, আমরা চাই ভালো মানুষ। যারা ধর্ম করবে, কর্ম করবে। বিশালাকার মানসিকতার সংস্কৃতি লালন করবে। মুস্তাফিজকে স্টপ করা মানে শুধু আমাদেরকেই না, এটা বিশ্বব্যাপী বাজে রুচির পরিচয় বহন করলো ভারত।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD