ভেনেজুয়েলায় সামরিক অভিযানের কারণে পুরস্কার নিতে যাচ্ছেন না লিওনার্দো
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় সামরিক অভিযানের জেরে সৃষ্ট আকাশপথ সংকটের কারণে পাম স্প্রিংস ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। শ ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে আয়োজিত এ অনুষ্ঠানে নিবার (৩ জানুয়ারি) তার উপস্থিত থাকার কথা ছিল।
ভ্যারাইটি জানায়, ৫১ বছর বয়সী এই অস্কারজয়ী অভিনেতা তার নতুন সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’–এ অভিনয়ের জন্য ডেজার্ট পাম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করার কথা ছিল। কিন্তু ক্যারিবীয় অঞ্চলের আকাশপথে বিধিনিষেধ জারি হওয়ায় তিনি বর্তমানে অবস্থানরত সেন্ট বার্থস দ্বীপ থেকে যুক্তরাষ্ট্রে ফিরতে পারেননি।
পাম স্প্রিংস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের এক মুখপাত্র ভ্যারাইটিকে বলেন, অপ্রত্যাশিত ভ্রমণ বিঘ্ন এবং আকাশসীমা সীমাবদ্ধতার কারণে লিওনার্দো ডিক্যাপ্রিও আজ সরাসরি অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না। তবে তাঁর অসাধারণ কাজ ও সিনেমায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি দিতে পেরে আমরা সম্মানিত।
এর আগে শনিবার পাম স্প্রিংস আন্তর্জাতিক বিমানবন্দর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) একটি সমস্যার কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আকাশপথে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। যদিও স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটের দিকে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার উৎখাতের লক্ষ্যে ট্রাম্প প্রশাসন শনিবার ভোরে ভেনেজুয়েলার বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলার নির্দেশ দেয়। ক্যারাকাসসহ একাধিক স্থানে হামলার ফলে পুরো ক্যারিবীয় অঞ্চলে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, ওই দিন ভেনেজুয়েলার আকাশসীমা দিয়ে কোনো বাণিজ্যিক বিমান চলাচল করেনি এবং বহু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য