শনিবার ৩১ জানুয়ারি, ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ণ

ভেনেজুয়েলায় ফ্রি ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক

৫ জানুয়ারি, ২০২৬ ৯:২০:৪৯

এবার মার্কিন হামলার পর দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদানের ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংক। সামাজিক মাধ্যম এক্সের একটি পোস্টে স্টারলিংক জানিয়েছে, তারা এখন থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলার জনগণকে বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদান করবেন।

স্যাটেলাইট ইন্টারনেট প্রদানকারী স্টারলিংকের মূল মালিকানা প্রতিষ্ঠান স্পেসএক্স, যার প্রতিষ্ঠাতা হলেন ইলন মাস্ক। অতীতে ভেনেজুয়েলায় ইন্টারনেট ব্যবহারে কঠোর নিয়ম-কানুন আরোপ করতে দেখা গেছে। সেখানে ইন্টারনেট ব্ল্যাকআউট এবং ইন্টারনেটের ধীরগতি ইতিহাসও রয়েছে। খবর বিবিসির।

গত শনিবার স্থানীয় সময় রাতে ভেনেজুয়েলার বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে রাজধানী কারাকাসসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার আশঙ্কায় অনেক মানুষ রাস্তায় নেমে আসে। সরকার জানায়, কারাকাসের পাশাপাশি মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা রাজ্যেও হামলা চালানো হয়েছে। এসব ঘটনার পর দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, কারাকাসে বিস্ফোরণের বিষয়টি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা আগেই জানতেন। প্রতিবেদনে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ভেনেজুয়েলার সামরিক স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলার নির্দেশ দেন। এর কিছু সময় পরই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে দেশটির বাইরে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র ‘লার্জ স্কেল স্ট্রাইক’ বা ব্যাপক হামলা চালিয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD