প্রচ্ছদ / খেলাধুলা / বিস্তারিত

আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুস্তাফিজদের চেন্নাইয়ের জয়

২৩ মার্চ ২০২৪, ১২:৫১:৪৭

ছবি: সংগৃহীত

আইপিএলের উদ্বোধনী ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস জয় দিয়ে যাত্রা শুরু করল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে দলটি। ম্যাচটিতে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান নিয়েছেন ৪টি উইকেট। শুক্রবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টায় মাঠে নামে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

শুরুতেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টপঅর্ডার ভেঙে দেন মোস্তাফিজ। নিজের প্রথম ওভারেই মাত্র ৪ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি। একে একে ফিরিয়ে দেন প্রতিপক্ষ দলের অধিনায়ক ফাফ ডু প্লেসি এবং রজত পাতিদারকে। পরে ইনিংসের ১২তম ওভারে বোলিংয়ে আসেন মোস্তাফিজ। এবার ব্যাটিং কিং বিরাট কোহলি এবং ক্যামেরন গ্রিনকে তুলে নেন তিনি। অবশ্য পরের ওভারে উইকেটশূন্য থাকেন বাঁহাতি পেসার।

ফিজের মতো এদিন চেন্নাইয়ের কোনো বোলারই জাদু দেখাতে পারেননি। ফলে বড় সংগ্রহ পেয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টাইগার তারকার ম্যাজিকের পরও ৬ উইকেটে ১৭৩ রানের লড়াকু পুঁজি পায় তারা।
দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেন অনুজ রাওয়াত। মাত্র ২৫ বলে ৪ চার ও ৩ ছক্কায় ঝড়ো ইনিংস খেলেন তিনি। এছাড়া ২৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৮ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন দিনেশ কার্তিক।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য