শুক্রবার ৩০ জানুয়ারি, ২০২৬, ০২:১৪ অপরাহ্ণ

মুস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন‍্যাক্কারজনক: ফারুকি

৪ জানুয়ারি, ২০২৬ ১২:৪৮:২০
ছবি: সংগৃহীত

আইপিএলে মুস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন‍্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এর মাধ্যমে বাংলাদেশের নাগরিকেরা ঘৃণার রাজনীতি দেখতে পেয়েছেন এবং ব‍্যথিত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। শনিবার (৩ জানুয়ারি) রাতে দেয়া ফেসবুক স্ট্যাটাসে একথা বলেন ফারুকী।

এছাড়া মুস্তাফিজের এই ঘটনা অন্য ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত কি না সেটিও খতিয়ে দেখার আহ্বান সংস্কৃতি উপদেষ্টার। তার ভাষ্য, ‘আপনারা জানেন গত কিছুদিন ধরে ভারতে সংখ্যালঘু মানুষের ওপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে উদ্বেগ জানিয়েছে। এই ঘটনাও একই মোটিভ দ্বারা প্রভাবিত কি না সেটা নিশ্চয়ই সংশ্লিষ্ট মহল খতিয়ে দেখবে। ভবিষ্যতে আমাদের ক্রিকেট বা ফুটবল টিম সেখানে কতটা নিরাপদ এটাও দেখা হবে নিশ্চয়ই।’

মুস্তাফিজকাণ্ডের পর আইপিএল সম্প্রচার বন্ধ করার আওয়াজ উঠেছে জোরেশোরে। অনেকে ফারুকীর হস্তক্ষেপও চেয়েছেন। তবে এটি তার মন্ত্রণালয়ের আওতাভুক্ত নয়।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘কিন্তু আপনারা যারা আমাকে উদ্দেশ‍্য করে বাংলাদেশে সব রকম প্লাটফর্মে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করতে বলছেন, তাদের প্রতি আমার বিনীত উত্তর- এটা আসলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিষয়। আমি আপনাদের এই উদ্বেগের বিষয় তথ‍্য উপদেষ্টা মহোদয়কে জানিয়েছি।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD