শনিবার ৩১ জানুয়ারি, ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে জাপা নেতা আনিসুলের প্রার্থিতা বাতিল, মনোনয়ন প্রস্তাবক আটক

৩ জানুয়ারি, ২০২৬ ৩:৪১:১৪

এবার চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। একইসাথে তার মনোনয়নপত্রের প্রস্তাবক সালাউদ্দিনকে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এর আগে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ড. জিয়া উদ্দিন আনিসুল ইসলাম মাহমুদের প্রার্থিতা বাতিল করেন। তবে কি কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে তার প্রস্তাবক মো. সালাউদ্দিনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। জানা গেছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এর আগে দুপুর ১২টায় চট্টগ্রাম-৫ আসনের শুনানী শুরু হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ শুরু করে।

এ সময় তারা আনিসুলের মনোনয়নপত্র বাতিল করো, করতে হবে, স্বৈরাচারের দোসর আনিসুল, বাতিল চাই, করতে হবেসহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। একপর্যায়ে আনিসুলের প্রস্তাবক সালাউদ্দিনকে ধাওয়া দেয় তারা। এসময় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। কোতোয়ালি থানার একটি টিম তাকে থানা হেফাজতে নিয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি বলেন, বিগত সমেয় হাসিনার অধীনে অনুষ্ঠিত রাতের ভোট, ডামি ভোটগুলোতে আনিসুল ইসলাম মাহমুদ এমপি হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে। তার নেতৃত্বে হাটাহাজারীতে ব্যাপক নির্যাতন চালানো হয়েছে। নামে জাপা নেতা হলেও তিনি মূলত আওয়ামী লীগ। আমাদের অসংখ্য নেতাকর্মীকে সে গ্রেপ্তার করিয়ে দেয়, জেলে আটকে রাখে।

এবারের নির্বাচনে সে প্রার্থী হচ্ছে শুনে ক্ষুব্ধ জনতা বিক্ষোভ করে একপর্যায়ে তার প্রস্তাবক ও সমর্থককে আটক করা হয়। আনিসুল ইসলাম মাহমুদসহ তার প্রস্তাবক ও সমর্থকদের বিরুদ্ধে মামলা আছে। বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (সাধারণ) মো. হেদায়েত উল্লাহ জানান, আনিসুল ইসলাম মাহমুদের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD