মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারার রেকর্ড বেশি: নাসীরুদ্দীন পাটওয়ারী

৩ জানুয়ারি ২০২৬, ৪:৪৩:৩৪

মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারার রেকর্ডই বেশি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ইনশাল্লাহ এবারের নির্বাচনে শাপলা কলি জয়ী হবে।

আজ শনিবার (২ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এদিকে নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, আপনি একটু ডেটা ক্যাল্কুলেশন করে দেখবেন। ওনার জয়ের চেয়ে হারার রেকর্ডই বেশি। সো এবার শাপলা কলি জয়ী হবে।

তিনি বলেন, তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলো যেভাবে বড় ধরনের শোডাউন করছে, তা গ্রহণযোগ্য নয়। এ পরিস্থিতিতে নির্বাচন কমিশনের লজ্জা ও শরম থাকা উচিত। তিনি নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য