বিএনপি-জামায়াত বৈঠক: জাতীয় স্বার্থে একসঙ্গে কাজের প্রতিশ্রুতি
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আলোচনা সভায় প্রধানত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ এবং ভবিষ্যতে দেশের স্বার্থে যৌথ কাজের দিকনির্দেশনা নিয়ে আলাপ করা হয়।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, “ইতিহাসের একটি বিরল সম্মান নিয়ে খালেদা জিয়া চলে গেছেন। তার বিদায়ের সংবর্ধনায় মানুষ আবেগ ও চোখের পানি দিয়ে বিদায় জানিয়েছে। এটি তার পাওনা ছিল। জাতির জন্য তিনি যা করেছেন, তার ফলাফলের অংশটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া। আমাদেরও যদি জাতির জন্য এমন অবদান রাখতে পারি, হয়তো মানুষ আমাদেরকেও একইভাবে বিদায় দেবে।”
ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন, “দেশ বর্তমানে গুরুত্বপূর্ণ বাঁকে আছে। সামনে জাতীয় নির্বাচন ও গণভোট রয়েছে। সংস্কারের জন্য গণভোট, আর সরকার গঠনের জন্য সাধারণ নির্বাচন। ফেব্রুয়ারির ১২ তারিখের এই নির্বাচন নির্বিঘ্ন ও গ্রহণযোগ্য হওয়া উচিত। আমরা দেশে স্বার্থসিদ্ধির জন্য অতীতেও একসাথে কাজ করেছি, ভবিষ্যতেও করব।”
তিনি বলেন, “৫ বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কিছু চিন্তা করতে পারি কি না সেটাও আমাদের স্বার্থকতা। নির্বাচনের পরপরই সরকার গঠনের আগে আমরা খোলা মনে বসবো, জাতির কথা চিন্তা করবো এবং সবার জন্য সিদ্ধান্ত নেবো। খালেদা জিয়া যে ঐক্যের ভিত্তি তৈরি করেছেন, তার ওপর দাঁড়িয়ে আমরা দায়িত্ব পালন করব।”
বিএনপি ও জামায়াতের নেতারা একমত ব্যক্ত করেছেন, দেশের স্বার্থে একসঙ্গে কাজ করা এবং খালেদা জিয়ার তৈরিকৃত ঐক্যের ধারাবাহিকতা বজায় রাখা জরুরি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য