জামায়াতের নায়েবে আমির ডা.তাহেরের চেয়ে স্ত্রীর সম্পদ ৫ গুণ বেশি
ছবি: সংগৃহীত
স্থাবর-অস্থাবর সম্পদ ও বার্ষিক আয় মিলে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মোট সম্পদ ১ কোটি ৮৫ লাখ টাকা। তার স্ত্রীর রয়েছে ৫ কোটি ৫০ লাখ টাকা । আইনি তথ্যের অংশে হলফনামায় উল্লেখ করা হয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মোট ৩৫টি মামলা হয়েছিল। তবে এসব মামলার বেশির ভাগই আদালতের আদেশে স্থগিত, প্রত্যাহার অথবা চূড়ান্ত প্রতিবেদন (এফআরটি) গ্রহণের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। বর্তমানে এসব মামলার কোনোটি তার সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে আইনগত বাধা নয় বলে হলফনামায় ঘোষণা দেওয়া হয়েছে। গত ২৮ ডিসেম্বর কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় তিনি এসব তথ্য উল্লেখ করেছেন।
সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের নামে মোট ১০ শতক কৃষি জমি এবং ১৫ শতক অকৃষি জমি রয়েছে। যার অর্জনকালীন মূল্য ২২ লাখ ১৬ হাজার টাকা। তার স্ত্রীর নামে রয়েছে ০.৮ একর ১৫ কাঠা জমি। যার মূল্য উল্লেখ করা হয়েছে ৩২ লাখ ৫৬ হাজার ৮৬৫ টাকা। স্ত্রীর নামে বাড়ি রয়েছে ৩টি, যার মূল্য ৩ কোটি ২২ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা। স্থাবর সম্পত্তি সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের রয়েছে ১ কোটি টাকা এবং তার স্ত্রীর রয়েছে ৫ কোটি ৫০ লাখ টাকা ।
ব্যাংকে তার স্ত্রীর নামে জমা রয়েছে প্রায় ৭ লাখ ৫৯ হাজার ১৩২ টাকা। এর পাশাপাশি এক্সিম ব্যাংকের গুলশান শাখায় ৯ লাখ ৪৬ হাজার ৪৬৭ টাকা এবং সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং হিসাবে ৩ হাজার ৪৮৫ টাকা রয়েছে। সঞ্চয়পত্র ৪ লাখ ১ হাজার ৫৯৬ টাকা। বর্তমানে স্ত্রীর অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৭০ লাখ টাকা। সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের হাতে নগদ অর্থ রয়েছে ৫১ লাখ ৮ হাজার ২২৪ টাকা । আর স্ত্রীর আছে নগদ ২১ লাখ ৯২ হাজার ৯৬৮ টাকা । সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান হওয়ার কারণে মেডিকেল কলেজের নামে ৩ কোটি ১৪ লাখ ৭৪ হাজার টাকার কুমিল্লা এক্সিম ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে ।
স্ত্রীর নামে ইসলামী ব্যাংকে ৯ লাখ ৪ হাজার ১০৭ টাকা, আল আরাফা ব্যাংক ১ লাখ ৪৪ হাজার ২৬৯ টাকা, স্ট্যান্ডার্ড ব্যাংক ২৭ লাখ ২ হাজার ৩৪৭ টাকা ঋণ রয়েছে । ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চেদ্দৗগ্রাম) আসন থেকে জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লা ১১টি আসনের মধ্যেই সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের আসনে জয়ের সম্ভাবনা খুবই বেশি বলে মনে করছেন ঐ আসনের ভোটাররা ।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য