শুক্রবার ৩০ জানুয়ারি, ২০২৬, ০৫:১৪ অপরাহ্ণ

খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোক, মাগফিরাত কামনায় দোয়া

৩০ ডিসেম্বর, ২০২৫ ১১:২০:০৩
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর রাজধানী ঢাকাসহ জেলায় জেলায় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে।

বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কোরআন খতম, দোয়া মাহফিল ও শোকসভা হয়। প্রতিনিধিদের খবরে বিস্তারিত-

বগুড়া: বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী জনপদে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা ও বেগম খালেদা জিয়ার শশুরবাড়ি হওয়ায় এলাকাজুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে গাবতলীসহ আশপাশের এলাকায় শোকাহত মানুষের ঢল নামে। জেলা বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, আজ আমরা গণতন্ত্রের মাকে হারালাম, আমাদের অভিভাবককে হারালাম। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ঐক্যের এক প্রতীককে হারালাম।

নশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জোবাইদুর রহমান গামা বলেন, বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা বগুড়াবাসী সব সময় গর্ববোধ করতাম। বগুড়ায় তার শ্বশুর বাড়ি- এই পরিচয় আমাদের রাজনৈতিক অঙ্গনে একটি আলাদা মর্যাদা এনে দিয়েছিল। তার মৃত্যুতে যেন সেই অধ্যায়ের সমাপ্তি ঘটল।

ফেনী: বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি ফুলগাজীর দক্ষিণ শ্রীপুর। সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকে স্তব্ধ হয়ে গেছে তার ফেনীর জনপদ। শ্রীপুরে অবস্থিত পৈতৃক বাড়ি, স্থানীয় বিএনপি কার্যালয়সহ কোরআন খতম, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, এ শোক ভাষায় প্রকাশ করার মতো না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ থেকে আমরা যেন দেশনেত্রীর অসমাপ্ত কাজগুলো শেষ করতে পারি সেই প্রত্যাশা থাকবে।

পিরোজপুর: বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পিরোজপুরে শোকের ছায়া নেমে এসেছে। সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে জড়ো হন। বেলা সাড়ে ১১টায় জেলা কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীদের চোখে অশ্রু দেখা যায়।

জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, আমরা আজ অভিভাবকহারা। শুধু আমরা না, পুরো জাতি অভিভাবক হারা হয়ে গেছে।

জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, পুরো জাতি আজ শোকাহত। তার জীবনের আদর্শ যেন আমরা দলের নগণ্য কর্মী হিসেবে গ্রহণ করতে পারি।

এদিকে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ছারছীনা শরীফের পীর ও জমইয়াতে হিযবুল্লাহর আমির আলহাজ্ব মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন। শোকবার্তায় তিনি খালেদা জিয়াকে একজন আপসহীন ও দৃঢ়চেতা নেত্রী হিসেবে উল্লেখ করেন। তার নির্দেশে দেশের তিন হাজারের বেশি দ্বীনিয়া মাদ্রাসায় কোরআন খতম ও খতমে তাহলীল অনুষ্ঠিত হয়।

সিলেট: বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সিলেট মহানগর ও জেলা বিএনপি সাত দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে। শোক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেল ৩টা থেকে সিলেট জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয় তোপখানা, কাজির বাজার-এ আনুষ্ঠানিকভাবে শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম শুরু হয়। আগামী ৭দিন (প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত) শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া শোকের প্রতীক হিসেবে সাত দিনব্যাপী কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করবেন সিলেট জেলা ও মহানগর বিএনপি, তার আওতাধীন সকল ইউনিটসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।

রাজশাহী: মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে এদিন সকাল থেকে মহানগরের দলীয় কার্যালয়, নেতাকর্মীদের বাসাবাড়ি ও রাজনৈতিক অঙ্গনে দেখা যায় আবেগঘন পরিবেশ। অনেকে কান্নায় ভেঙে পড়েন। সকালেই শহরের মালোপাড়ায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় জমতে শুরু করে। দলীয় কার্যালয়ের ভেতর-বাইরে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।

রংপুর: বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত রংপুর বিএনপি। মঙ্গলবার সকাল থেকে নেতাকর্মীরা নগরীর গ্রান্ডহোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে কোরআন তেলাওয়াতসহ কালো ব্যাচ ধারণ করেন। এরপর বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। এছাড়া বিএনপির উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মাইকে কোরআন তেলাওয়াত প্রচার করা হচ্ছে। সেইসঙ্গে নিজ নিজ এলাকার মাদ্রাসা-মসজিদে কোরআন খতম, দোয়ার আয়োজন করেছেন বিএনপি নেতারা।

সিরাজগঞ্জ: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিরাজগঞ্জ জেলাজুড়ে শোকের আবহ বিরাজ করছে। মঙ্গলবার সকালে মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর জেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় জমে। দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন এবং কোরআন খতমের আয়োজন করা হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আপসহীন নেত্রীকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। আমাদের মনের অবস্থা ভালো নেই।

ময়মনসিংহ: ময়মনসিংহে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর নতুন বাজারস্থ বিএনপি কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, তিনি বাংলাদেশের নেত্রী। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। সন্তান হারিয়ে নিজের জীবনবাজী রেখে দেশ ও জাতির জন‍্য কাজ করে গেছেন।

ভোলা: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভোলায় জেলা বিএনপির উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাদ্রাসা শিক্ষার্থীরা জেলা বিএনপি কার্যালয়ে কোরআন খতম করেন।

জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর বলেন, আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন দেশনেত্রী এবং গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেশ ও দেশের মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছেন।

ব্রাহ্মণবাড়িয়া: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি শোকসভা, কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। মঙ্গলবার সকালে পুনিয়াউট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন।

জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী। গণতন্ত্রের সংকটময় মুহূর্তগুলোতে তিনি নিঃস্বার্থভাবে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার বিদায় জাতীয় রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি।

নরসিংদী: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নরসিংদী জেলায় শোকের ছায়া নেমে এসেছে। খবর ছড়িয়ে পড়ার পর জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং শোকবই খোলা হয়। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ শোক বইতে স্বাক্ষর করেন। বিভিন্ন এলাকায় দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

বিএনপি নেতারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্রদূত ও গণতন্ত্রকামী মানুষের অনুপ্রেরণা। তার মৃত্যুতে দেশ এক অভিভাবককে হারালো।

যশোর: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যশোর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোকে স্তব্ধ হয়ে পড়েছেন। মঙ্গলবার সকালে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে জড়ো হন। সেখানে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়।

নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন এবং শোকবইতে স্বাক্ষর করেন। জেলা শহর ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নেতারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী ও গণতন্ত্রের প্রতীক। তার মৃত্যুতে দলের নেতৃত্বে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।

চাঁদপুর: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুর জেলাজুড়ে শোকের আবহ বিরাজ করছে। জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল, কালো ব্যাজ ধারণ এবং শোকবইয়ে স্বাক্ষর কর্মসূচি পালন করা হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে জেলা বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে শোকবইয়ে স্বাক্ষর করেন। শোকবইয়ে স্বাক্ষরের সময় নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রীর সংগ্রামী রাজনৈতিক জীবনের নানা স্মৃতি আবেগভরে স্মরণ করেন।

জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন গণতন্ত্রকামী মানুষের আশ্রয়স্থল। তার আদর্শ ও ত্যাগ অনুসরণ করেই বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যাবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD