শিগগিরই সারা দেশে নির্বাচনী সফরে যাবেন তারেক রহমান
এবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অফিস করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এবারই প্রথমবারের মতো গুলশানের এই কার্যালয়ে এলেন। এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য এই কার্যালয় খোলা হয়েছিল। সংশ্লিষ্টরা মনে করছেন, তারেক রহমানের গুলশানের অফিসে যাওয়ায় দলের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে তিনি সফর করবেন। সেই প্রক্রিয়া শুরুর বিষয়ে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দিয়েছেন।
গতকাল রবিবার দুপুর ১টা ৪০ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়ি গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে। এর আগে তিনি গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে এই কার্যালয়ের উদ্দেশে রওনা হন। কার্যালয়ে পৌঁছালে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ^র চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার ফুল দিয়ে তারেক রহমানকে অভ্যর্থনা জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ নেতারা বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার, আতিকুর রহমান রুমন, আবু সায়েম, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন প্রমুখ। গাড়ি থেকে নেমে উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছাবিনিময় শেষে তারেক রহমান কার্যালয় ভবনে প্রবেশ করেন। পরে কার্যালয়ের দোতলায় নিজের জন্য নির্ধারিত কক্ষে গিয়ে বসেন এবং দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
পরে সাংবাদিকদের ড. খন্দকার মোশাররফ বলেন, ‘আসার পর এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথম অফিস করলেন। নির্বাচন বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। এ ছাড়া দলের সাংগঠনিক বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে।’ আমীর খসরু বলেন, ‘দলীয় কার্যালয়ে তারেক রহমানকে পেয়ে নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন। নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে তিনি যাত্রা করবেন। দেশের মানুষ যে পরিবর্তনের স্বপ্ন দেখছেন, তারেক রহমানের আগমনে তা পূরণ হবে।’
গয়েশ্বর চন্দ্র মন্তব্য করেন, তারেক রহমানের আগমন দলের মনোবল অনেক উঁচুতে নিয়ে গেছে। রুহুল কবির রিজভী যোগ করেন, তারেক রহমানের গুলশান কার্যালয়ে আগমন দলকে নতুন উদ্দীপনা দেবে। বিএনপি সূত্র জানায়, দলীয় ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে নিয়ে খোঁজখবর নিতেই তারেক রহমান কার্যালয়ে আসেন। শিগগিরই তিনি নির্বাচনী সফর শুরু করবেন। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
মিডিয়া সেল থেকে দেওয়া এক ভিডিওতে দেখা যায়, তারেক রহমান দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করছেন। সেখানে তিন দিন তার কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এতে তার শারীরিক অবস্থা নিয়েও নেতারা আলোচনা করেন। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য একটি আলাদা কক্ষ প্রস্তুত করা হয়েছে। দোতলায় চেয়ারপারসনের কক্ষের পাশেই এই চেম্বার তৈরি করা হয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য