‘মিডিয়া ট্যালেন্ট হান্ট ২০২৬’
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের জার্নালিজম বিভাগে ভর্তিচ্ছুদের জন্য বিশেষ স্কলারশিপ
ছবি: সংগৃহীত
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিংয়ের প্রভাবে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ভবিষ্যৎ উপযোগী দক্ষতা অর্জনের লক্ষ্যে আবারও শুরু হয়েছে ‘মিডিয়া ট্যালেন্ট হান্ট ২০২৬’। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করেছে।
এই প্রতিযোগিতার মাধ্যমে চার বছর মেয়াদি বিএসএস (অনার্স) প্রোগ্রামে অধ্যয়নের সুযোগের পাশাপাশি ১০ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ১০০ শতাংশ স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের নির্ধারিত প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রতিযোগিতার ফলাফল ফোন ও টেক্সট মেসেজের মাধ্যমে জানানো হবে।
আয়োজকদের মতে, বর্তমান সময়ে সাংবাদিকতা, যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ কেবল একটি বিষয় নয়, বরং এটি একটি বহুমাত্রিক ক্যারিয়ার প্ল্যাটফর্ম। এআই টুলস, মোশন গ্রাফিক্স, ডিজিটাল কনটেন্ট, মাল্টিমিডিয়া প্রোডাকশন ও ডেটা-চালিত মিডিয়ার যুগে নিজেকে দক্ষ ও প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে জেসিএমএস একটি সম্ভাবনাময় অপশন।
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে রয়েছে আধুনিক মাল্টিমিডিয়া টুলসসমৃদ্ধ স্মার্ট ল্যাব, প্রিন্ট, ব্রডকাস্ট ও ডিজিটাল সাংবাদিকতায় হাতে-কলমে প্রশিক্ষণ, মিডিয়া ভিজিট ও ফিল্ড রিপোর্টিংয়ের সুযোগ। পাশাপাশি রয়েছে শিল্পক্ষেত্রে অভিজ্ঞ শিক্ষকবৃন্দের তত্ত্বাবধান, শীর্ষস্থানীয় মিডিয়া হাউসে ইন্টার্নশিপ ও ক্যারিয়ার প্লেসমেন্ট সুবিধা।
এছাড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে আবাসন ও পরিবহন সুবিধা এবং টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক।
উল্লেখ্য, স্প্রিং ২০২৬ সেশনের জন্য জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) প্রোগ্রামে ভর্তি কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। কৌতূহল, গল্প বলার দক্ষতা ও সমাজ পরিবর্তনে মিডিয়ার শক্তিতে বিশ্বাসী শিক্ষার্থীদের জন্য এই প্রোগ্রাম একটি উজ্জ্বল মিডিয়া ক্যারিয়ারের দ্বার উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
মিডিয়া ট্যালেন্ট হান্টে অংশ নিতে আগ্রহীদের নির্ধারিত লিংকের মাধ্যমে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে: https://forms.gle/cmNARUnPJWFRC14aA
ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য জানতে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য