বগুড়ায় খালেদা জিয়ার আসনে বিএনপি নেতার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন। এই আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের পর এবার গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টনের পক্ষেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে স্থানীয় বিএনপি নেতারা গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এর আগে গত ২২ ডিসেম্বর মোরশেদ মিল্টন নিজেই নেতাকর্মীদের সাথে নিয়ে খালেদা জিয়ার পক্ষে এই আসনের মনোনয়নপত্র তুলেছিলেন। এক সপ্তাহের ব্যবধানে একই আসন থেকে নিজের নামেও ফরম তোলায় রাজনৈতিক মহলে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। তবে মোরশেদ মিল্টন জানিয়েছেন, এটি দলের উচ্চপর্যায়ের কৌশলগত সিদ্ধান্ত। মনোনয়নপত্র দাখিলের পর হাইকমান্ড চূড়ান্ত করবে এই আসনে শেষ পর্যন্ত ধানের শীষের প্রার্থী কে হচ্ছেন।
বগুড়া-৭ আসনটি দীর্ঘদিন ধরেই বিএনপির অন্যতম শক্তিশালী ঘাঁটি হিসেবে বিবেচিত। ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রতিটি জাতীয় নির্বাচনে এই আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বেগম খালেদা জিয়া। পরবর্তীতে তিনি আসন ছেড়ে দিলে উপ-নির্বাচনে বিএনপির হেলালুজ্জামান তালুকদার ও মওদুদ আহমদ জয়লাভ করেন। ২০১৪ সালে বিএনপি নির্বাচন বর্জন করলে আসনটি জাতীয় পার্টির দখলে যায়।
গত ২০১৮ সালের নির্বাচনে এই আসনে মোরশেদ মিল্টনকে মনোনয়ন দেওয়া হলেও শেষ মুহূর্তে তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। ফলে সেই নির্বাচনে বিএনপি সরাসরি কোনো প্রার্থী রাখতে পারেনি। এবার সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবং আইনি জটিলতা এড়াতে খালেদা জিয়ার পাশাপাশি মোরশেদ মিল্টনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে ধারণা করছেন তৃণমূলের নেতাকর্মীরা। গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মনোনয়নপত্র সংগ্রহের সময় উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য