শুক্রবার ৩০ জানুয়ারি, ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ণ

ওসমান হাদি হত্যার প্রকাশ্যে বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

২৭ ডিসেম্বর, ২০২৫ ৮:৫৮:১৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে বিপুল অর্থ ও স্বর্ণালঙ্কারের পাশাপাশি পাওয়া গেছে বিভিন্ন মনোবাসনার চিরকুট। এর মধ্যে একটি নাম-পরিচয়হীন চিঠিতে লেখা ছিল- হাদী হত্যার প্রকাশ্যে বিচার চাই।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় পাগলা মসজিদের ১৩টি দান সিন্দুক খোলা হয়। দীর্ঘ ৩ মাস ২৭ দিন পর দানবাক্স খোলার পর এতে পাওয়া গেছে রেকর্ড পরিমাণ ৩৫ বস্তা টাকা, পাশাপাশি বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা।

মসজিদ প্রশাসন সূত্র জানায়, দানবাক্সের টাকা গণনায় প্রায় ৫০০ জনের একটি দল অংশ নেয়। গণনা কার্যক্রমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রশাসনের কর্মকর্তা, মসজিদ কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। এখনও পর্যন্ত চলছে গণণা।


চিঠিটি দানবাক্সে পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD