ইসলামিক স্টেটের উপর হামলাকে ’বড়দিনের উপহার’ বলেছে যুক্তরাষ্ট্র

২৮ ডিসেম্বর ২০২৫, ৯:৪৪:০৬

এবার নাইজেরিয়ায় ইসলামিক স্টেট (আইএস)–এর লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের বড়দিনের দিনের বিমান হামলাকে স্বাগত জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। গত কয়েক মাস ধরে তারা নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যার জবাবে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রেসিডেন্টের ওপর চাপ দিয়ে আসছিল। চরম ডানপন্থী রাজনৈতিক কর্মী লরা লুমার এক্সে (সাবেক টুইটার) লেখেন, “খ্রিস্টানদের মৃত্যুর প্রতিশোধ হিসেবে ন্যায্যভাবে ইসলামি সন্ত্রাসীদের গণহত্যার চেয়ে বড়দিন উদ্‌যাপনের আর ভালো উপায় হতে পারে না। এটা দারুণ! সব ইসলামি সন্ত্রাসীর মৃত্যু হোক! ধন্যবাদ।”

লুমার বলেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর থেকে জানতে পেরেছেন—যেটিকে ট্রাম্প প্রশাসন ‘যুদ্ধ দপ্তর’ বলে—নাইজেরিয়া সরকারের সহযোগিতায় চালানো মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলাগুলো ছিল “নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যাকারী আইএস জিহাদিদের বিরুদ্ধে সরাসরি প্রতিক্রিয়া”। ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস সদস্য র‍্যান্ডি ফাইন, যিনি নভেম্বরে নাইজেরিয়াকে ধর্মীয় সহিংসতার কারণে ‘বিশেষ উদ্বেগের দেশ’ ঘোষণার প্রস্তাব সমর্থন করেছিলেন, এই হামলাকে “দারুণ বড়দিনের উপহার” বলে মন্তব্য করেন।

তিনি এক্সে লেখেন, “নাইজেরিয়া, সিরিয়া এমনকি ইউরোপেও মুসলিম সন্ত্রাসীরা খ্রিস্টানদের ওপর হামলা চালাচ্ছে—শুধু ইসলাম মেনে না নেওয়ার কারণে। প্রেসিডেন্ট দেখিয়ে দিচ্ছেন, আমরা আর এই বর্বরদের সহ্য করব না।” ট্রাম্প বলেন, আমি গতকালই বলেছি, বড়দিনের দিনেই ওদের আঘাত করো। এটা হবে বড়দিনের উপহার। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের বাহিনী বিভিন্ন জায়গায় আইএসকে ‘কঠোরভাবে’ আঘাত করেছে। সন্ত্রাসী এই সংগঠনটিকে তিনি ‘ভয়ঙ্কর’ এবং ‘খুনি’ বলেও উল্লেখ করেন। ট্রাম্প বলেন, গতকাল তারা সত্যিই বড় ধাক্কা খেয়েছে। তাদের জন্য এটা খুবই খারাপ বড়দিন হয়ে গেছে।

শুক্রবার আরও কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা এই হামলার প্রশংসা করেন। নর্থ ক্যারোলিনার সিনেটর টেড বাড বলেন, আইএস নাইজেরিয়ায় হাজার হাজার খ্রিস্টান ও ধর্মীয় সংখ্যালঘুর মৃত্যুর জন্য দায়ী। তিনি লেখেন, “ট্রাম্পের এই দৃঢ় হামলা জীবন বাঁচাবে এবং ধর্মীয় স্বাধীনতা রক্ষা করবে। আমাদের সাহসী সেনাদের ঈশ্বর আশীর্বাদ করুন।”

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য