টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, অভিষেক নাহিদ রানার
ওয়ানডে সিরিজ জয়ের পর এবার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে লাক্কাতুরায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুক্রবার (২২ মার্চ) খেলাটি মাঠে গড়াবে স্থানীয় সময় সকাল ১০টায়। সরাসরি দেখা যাবে টি-স্পোর্টসে।
এই ম্যাচ দিয়ে বাংলাদেশ টেস্ট দলে অভিষেক হয়েছে তরুণ পেসার নাহিদ রানার। ইতোমধ্যে ড্রেসিংরুমের সামনে টেস্ট ক্যাপ তুলে দেয়া হয় নাহিদ রানাকে। অভিষিক্ত পেসারের সঙ্গে দলে আছেন শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ।
তিন পেসারকে নিয়ে সকালের কন্ডিশনটা কাজে লাগানোর জন্য বাংলাদেশ দলের অধিনায়ক টসে জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। টস জেতার পর তিনি বলেছেন, ‘উইকেট ভেজা মনে হচ্ছে। সকালের কন্ডিশনটা কাজে লাগাতেচাইব। তাই বোলিং নেওয়া।’
বাংলাদেশ একাদশ:মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
শ্রীলঙ্কা একাদশ:দিমুথ করুনারত্নে, নিশান ফার্নান্ডো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশচান্ডিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, প্রভাত জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্ডো, কাসুন রাজিতা ও লাহিরু কুমারা।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য