শনিবার ৩১ জানুয়ারি, ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ণ

আমরা একশ কোটি হিন্দু, বাংলাদেশের দেড়-দু কোটি হিন্দুর জন্য লড়ব: বিজেপি নেতার হুঁশিয়ারি

২৭ ডিসেম্বর, ২০২৫ ১১:৪০:৪২

এবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি জানিয়ে বলেছেন/,বাংলাদেশে অবিলম্বে হিন্দুদের উপর অত্যাচার-নির্যাতন বন্ধ করতে হবে। নয়তো আমরা একশ কোটি হিন্দু, বাংলাদেশের দেড়-দু কোটি হিন্দুর জন্য লড়ব। শুক্রবার বিকেলে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে কলকাতায় বাংলাদেশি উপ-দূতাবাসের সামনে বিক্ষোভের পর পুলিশের মধ্যস্থতায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল ডেপুটি হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং একটি স্মারকলিপি দেন। স্মারকলিপিতে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ময়মনসিংহের দীপু দাস হত্যায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সাক্ষাৎ শেষে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা বলেন, কলকাতায় নিযুক্ত ডেপুটি হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের বর্তমান সরকারের কাছে দেশটিতে হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদ ও উদ্বেগ জানানো হয়েছে । শুভেন্দু অধিকারীর ভাষ্য , তারা জানতে চেয়েছিলেন দীপু চন্দ্র দাশের অপরাধ কী ছিল। জবাবে জানানো হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিচার না হওয়া পর্যন্ত জামিন দেওয়া হবে না। ক্ষতিপূরণ প্রসঙ্গে ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, নিহতের পরিবারের পুরো দায়িত্ব রাষ্ট্র নিয়েছে।

বিজেপি নেতা অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পুলিশ লেলিয়ে দিয়ে হিন্দুদের ওপর বেপরোয়া লাঠিচার্জ করিয়েছেন। শুভেন্দু অধিকারীর দাবি, মঙ্গলবার পুলিশের লাঠিচার্জে ১০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। কারও মাথা ফেটেছে, কারও নাক ভেঙেছে, এমনকি সাধুদেরও মারধর করা হয়েছে। এ ঘটনায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে আগে ৭ জন নারী জামিন পেয়েছেন ও শুক্রবার ১২ জনকে আদালতে তোলা হয়েছে।

শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশকে অবশ্যই হিন্দু নির্যাতন বন্ধ করতে হবে। প্রয়োজনে আমরা একশ কোটি হিন্দু, বাংলাদেশের দেড়-দু কোটি হিন্দুর জন্য লড়াইয়ে প্রস্তুত। তিনি হুঁশিয়ারি জানিয়ে বলেন, কপিলমুনির আশ্রমে অনুষ্ঠিত গঙ্গাসাগর মেলায় কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সাধু-সন্তরা আসেন। এর মধ্যে বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ না হলে পাঁচ লাখ সাধু নিয়ে আবারও উপ-দূতাবাসের সামনে আসবেন ও আন্দোলন জোরদার করবেন।

সম্প্রতি বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় দীপু দাশ নামে এক হিন্দু যুবককে হত্যার প্রতিবাদে কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে বিক্ষোভের ডাক দেয় বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য শাখা। তাদের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভে যোগ দেয় হিন্দু সংহতি নামের উগ্রপন্থি একটি সংগঠন। কলকাতার শিয়ালদহ স্টেশন চত্বর থেকে গেরুয়া কাপড় পরা সাধু-সন্তদের নিয়ে একটি মিছিল শুরু হয়। মিছিলটি বাংলাদেশের উপ-দূতাবাসের দিকে অগ্রসর হলে বেহালা বাগান মোড়ে কলকাতা পুলিশ সেটি আটকে দেয়। এদিকে উগ্রবাদী বিভিন্ন সংগঠন বিক্ষোভ কর্মসূচি যোষণার পর থেকেই উপ-দূতাবাস ও আশেপাশের এলাকা কঠোর পুলিশি নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD