নামাজরত ফিলিস্তিনিকে গাড়িচাপা দেয়ার চেষ্টা ইসরায়েলি সেনার
ছবি: সংগৃহীত
অধিকৃত পশ্চিম তীরে রাস্তার পাশে নামাজরত এক ফিলিস্তিনিকে গাড়িচাপা দেয়ার চেষ্টা করেছে এক ইসরায়েলি রিজার্ভ সেনা সদস্য। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর রয়টার্সের।
এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, ‘একজন ফিলিস্তিনিকে গাড়িচাপা দেয়ার চেষ্টা করেছে এক সশস্ত্র ব্যক্তি। সে ঘটনার ভিডিও ফুটেজ পাওয়া গেছে।’ এতে আরও বলা হয়, ওই ব্যক্তি একজন রিজার্ভ সেনা ছিলেন। তার সামরিক দায়িত্ব ইতোমধ্যে বাতিল করা হয়েছে।
সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ক্ষমতার ‘গুরুতর লঙ্ঘন’ করেছেন ওই রিজার্ভ সেনা। অস্ত্র জব্দ করে এখন তাকে গৃহবন্দি রাখা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম। বার্তা সংস্থা রয়টার্স এ বিষয়ে বিস্তারিত যানতে ইসরায়েলি পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও সাড়া মেলেনি।
ঘটনার পর ওই ফিলিস্তিনি ব্যক্তিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়। তবে তিনি গুরুতর আহত হননি এবং বর্তমানে বাড়িতে অবস্থান করছেন।
ফিলিস্তিনি টেলিভিশনে প্রচারিত এবং রয়টার্সের যাচাইকৃত ভিডিওতে দেখা যায়, বেসামরিক পোশাক পরা কাঁধে বন্দুক ঝোলানো এক ব্যক্তি গাড়ি চালিয়ে রাস্তার পাশে নামাজরত এক ব্যক্তিকে ধাক্কা দিচ্ছেন।
জাতিসংঘের তথ্যানুযায়ী, চলতি বছর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বেসামরিক হামলার সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। এসব হামলায় ৭৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ১৭ অক্টোবর পর্যন্ত পশ্চিম তীরে এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর অভিযান এবং সেটলারদের হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য