প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত অন্তত ২

২৬ ডিসেম্বর ২০২৫, ১১:২০:৪৯

ছবি: সংগৃহীত

চাঁদপুরের হরিনা এলাকায় মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে ঢাকাগামী জাকির সম্রাট ৩ লঞ্চের সঙ্গে ও অ্যাডভেঞ্চার ৯ লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘঘনায় এখন পর্যন্ত অন্তত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের মরদেহ নিয়ে দুর্ঘটনার পর লঞ্চটি ঢাকা ঢাকা সদরঘাটে চলে গেছে।

জানা গেছে, দুর্ঘটনায় লঞ্চেই একজন মারা যান। অপর আহতকে নিয়ে লঞ্চটি ঢাকা যাওয়ার পথে মোহনপুর এলাকায় মারা যান তিনি। তবে নিহতরা কোন লঞ্চের যাত্রী সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, দুর্ঘটনার পর নৌপথে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য