বিমানবন্দর থেকে গুলশানের বাসভবনে ফিরলেন জুবাইদা ও জাইমা রহমান
ছবি: সংগৃহীত
বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান রাজধানীর গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশ ও সিএসএফ সদস্যদের কঠোর নিরাপত্তা প্রটোকলে তাদের গুলশানের ওই বাসভবনে নিয়ে যাওয়া হয়। এ সময় কন্যা জাইমা রহমান হাত নেড়ে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছা গ্রহণ করেন।
গুলশানের ১৯৬ নম্বর বাড়িটি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’র পাশেই অবস্থিত। ডা. জুবাইদা ও জাইমা রহমানের আগমনকে কেন্দ্র করে পুরো এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বাড়িটির আশপাশে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি আশপাশের সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
এ সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে বিএনপির নেতা-কর্মীরা প্ল্যাকার্ড, ব্যানার ও ফুল হাতে শুভেচ্ছা জানান। তারা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা-স্বাগতম’ এবং ‘দেশনেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম’সহ বিভিন্ন স্লোগান দেন।
অন্যদিকে তারেক রহমান বিমানবন্দর থেকে পূর্বাচল ৩০০ ফুট সড়কে নির্ধারিত গণসংবর্ধনাস্থলের উদ্দেশে রওনা দেন।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫৭ মিনিটে তারেক রহমান, তার স্ত্রী ও কন্যাকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে স্বল্প যাত্রাবিরতির পর বিমানটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। পরে বেলা পৌনে ১২টার দিকে তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট নম্বর বিজি-২০২) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ঢাকা বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির সিনিয়র নেতারা। অভ্যর্থনা লাউঞ্জে তিনি প্রথমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কোলাকুলি ও কুশলাদি বিনিময় করেন। এরপর পর্যায়ক্রমে মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, গয়েশ্বর রায়, নজরুল ইসলাম, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও রুহুল কবির রিজভীর সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য, গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় দিনগত রাত সোয়া ১২টা) তারেক রহমান ও তার পরিবারকে বহনকারী বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান ও তার পরিবারের দেশে প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য