শনিবার ৩১ জানুয়ারি, ২০২৬, ১২:৩৭ অপরাহ্ণ

ভারতে মেজাজ হারিয়ে শ্বাসকষ্টের রোগীকে বেধড়ক ঘুষি চিকিৎসকের

২৩ ডিসেম্বর, ২০২৫ ১১:৩৯:২২

এবার ভারতের শিমলার ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজে এক রোগীর ওপর চিকিৎসকের নজিরবিহীন হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, হাসপাতালের বিছানায় শুয়ে থাকা এক রোগীকে নির্মমভাবে মারধর করছেন ওই চিকিৎসক। ভুক্তভোগী রোগী অর্জুন পানওয়ারের অভিযোগ, সামান্য কথা কাটাকাটির জের ধরেই এই রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত।

এদিকে চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার জন্য হাসপাতালে আসা অর্জুন শ্বাসকষ্ট অনুভব করায় একটি ওয়ার্ডের বিছানায় শুয়ে পড়েছিলেন। তিনি যখন অক্সিজেনের জন্য অনুরোধ করেন, তখন সংশ্লিষ্ট চিকিৎসক তার ভর্তির নথিপত্র নিয়ে প্রশ্ন তোলেন এবং অত্যন্ত অভদ্র আচরণ শুরু করেন।

অর্জুন যখন তাকে সম্মান দিয়ে কথা বলার অনুরোধ জানান, তখন চিকিৎসক আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। তুচ্ছ বা ‘তু’ সম্বোধন নিয়ে তর্কের এক পর্যায়ে অভিযুক্ত চিকিৎসক মেজাজ হারিয়ে সরাসরি শারীরিক আক্রমণ শুরু করেন। ভিডিওতে দেখা যায়, অসুস্থ অর্জুন নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও চিকিৎসক তাকে একের পর এক আঘাত করে যাচ্ছেন।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালের সামনে বিশাল জনতা জড়ো হয়ে অভিযুক্ত চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি সামাল দিতে আইজিএমসি হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাক্তার রাহুল রাও জানিয়েছেন, এই ন্যাক্কারজনক ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং হাসপাতাল প্রশাসন কয়েক ঘণ্টার মধ্যেই চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD