শনিবার ৩১ জানুয়ারি, ২০২৬, ০১:২৭ অপরাহ্ণ

বাবরি মসজিদ ইস্যুতে বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুনের নতুন দল গঠনের ঘোষণা

২৩ ডিসেম্বর, ২০২৫ ১০:০০:৪৯

এবার পশ্চিমবঙ্গের প্রাক্তন তৃণমূল কংগ্রেস (টিএমসি) বিধায়ক ও দল থেকে বহিষ্কৃত নেতা হুমায়ূন কবির নতুন রাজনৈতিক দল ‘জনতা উন্নয়ন পার্টি’ ঘোষণা করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) মুর্শিদাবাদের বেলডাঙার খাগড়ুপাড়া মোড়ে এক জনসভা থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দলের আত্মপ্রকাশ ঘটান। এ সময় তিনি জানান, নতুন এই দল সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে কাজ করবে।

টিএমসি থেকে তার বহিষ্কারের পরই নতুন দল গঠনের সিদ্ধান্ত নেন হুমায়ূন কবির। সম্প্রতি ৬ ডিসেম্বর তিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদ উদ্বোধনের ঘোষণা দেওয়ায় দলটির সঙ্গে তার দ্বন্দ্ব চরমে ওঠে। সে প্রসঙ্গে হুমায়ূন কবির বলেন, সংবিধান তাকে মসজিদ নির্মাণের অধিকার দিয়েছে, তাই তার বক্তব্যে অন্যায় কিছু নেই। ইতোমধ্যে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় নতুন দলকে ঘিরে ফ্লেক্স ও ব্যানার টানানো হয়েছে। ব্যানারে লেখা রয়েছে— ‘পশ্চিমবঙ্গের জনসাধারণের স্বার্থে নতুন দলের সূচনা’।

এদিকে, আরএসএস প্রধান মোহন ভাগওয়াত অভিযোগ করেছেন, হুমায়ূন কবিরের এই উদ্যোগ নির্বাচনী স্বার্থে বাবরি মসজিদ বিতর্ক পুনরুজ্জীবিত করার রাজনৈতিক ষড়যন্ত্র, যা হিন্দু বা মুসলিম—কারওই উপকারে আসবে না।

তবে এসব অভিযোগ নাকচ করে হুমায়ূন কবির পাল্টা দাবি করেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আরএসএসকে রাজনৈতিক বিতর্ক তৈরিতে পরোক্ষভাবে সহায়তা করছেন। নতুন দল ঘোষণার পর রাজ্য রাজনীতিতে আলোচনার পারদ চড়তে শুরু করেছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাবরি মসজিদ ইস্যুতে ধর্মীয় ও রাজনৈতিক সংবেদনশীলতা পশ্চিমবঙ্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD