পাকিস্তান সেনাপ্রধানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক দিল সৌদি আরব
এবার সৌদি আরব পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘কিং আবদুলআজিজ মেডেল (এক্সেলেন্ট ক্লাস)’ প্রদান করেছে।
গতকাল রোববার সৌদি প্রতিরক্ষা মন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান রিয়াদে এক অনুষ্ঠানে তার হাতে এই পদক তুলে দেন বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
এদিকে এসপিএ জানায়, বাদশাহ সালমানের নির্দেশে এই পদক দেওয়া হয়েছে। সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত সম্পর্ক ও সহযোগিতা জোরদারে জেনারেল আসিম মুনিরের “বিশিষ্ট অবদান”-এর স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মানে ভূষিত করা হয়।
পদক প্রদানকালে যুবরাজ খালিদ ও জেনারেল মুনিরের মধ্যে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের সৌদি-পাকিস্তান সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা হয় বলে জানানো হয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য