আজ রজবের চাঁদ দেখা গেলে দুই মাস পর পবিত্র রমজান শুরু
মুসলিম দুনিয়ায় শনিবার (২০ ডিসেম্বর) আরবি বর্ষপঞ্জিকার সপ্তম মাস রজবের অর্ধচন্দ্রের সন্ধান করা হবে। যদি আজ (শনিবার) রজবের চাঁদ দেখা যায় তাহলে পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র দুই মাস বাকি থাকবে। খবরগালফ নিউজের
আরবি চারটি পবিত্র মাসের একটি হলো রজব। এই মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। রজবের চাঁদ দেখা গেলেই শুরু হয়ত রমজানের অপেক্ষা। কারণ রজবের পর আসে শা’বান মাস। আর শা’বান শেষ হওয়ার পরপরই শুরু হয় মহিমান্বিত রমজান।
আরবি মাসগুলো মূলত সূর্যাস্তের পরপরই শুরু হয়। যদি আজ রজবের চাঁদ দেখা যায় এবং মাসটি শুরু হয় এবং রজব মাসটি ২৯ এবং শা’বান মাসটি ৩০ দিনের হয়, তাহলে পবিত্র রমজান মাস আসতে আর মাত্র ৬০ বা ৬১ দিন বাকি থাকবে। সবশেষে চাঁদ দেখে রমজান শুরুর দিন চূড়ান্ত হবে।
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের পরিচালক ইঞ্জিনিয়ার শওকত ওদেহ বলেছেন, দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিম আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখা যেতে পারে। আর দক্ষিণ আমেরিকার পশ্চিম অংশ ও প্রশান্ত মহাসাগর অঞ্চলে খালি চোখেই চাঁদের দেখা মিলতে পারে। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খালি চোখে বা টেলিস্কোপের মাধ্যমেও চাঁদ দেখা সম্ভব হবে না।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে আগামী বছর ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরুর সম্ভাবনা রয়েছে। যদি এমনটি হয় তাহলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতের রমজানের প্রথমদিন হবে ১৯ ফেব্রুয়ারি। কিন্তু যদি চাঁদ দেখা না যায় তাহলে পবিত্র এ মাস শুরুর দিন একদিন পিছিয়ে যাবে।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, রোববার (২১ ডিসেম্বর) ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের নেতৃত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হবে। সে বৈঠকের পর বাংলাদেশে রজবের চাঁদ দেখা গিয়েছে কিনা তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য