ওসমান হাদির জানাজা: ১ হাজার বডি ওর্ন ক্যামেরাসহ বিপুল পুলিশ মোতায়েন
ফাইল ছবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহিদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জানাজা ঘিরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এক হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
ডিএমপি সূত্র জানায়, জনসমাগম নির্বিঘ্ন রাখতে ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জানাজার স্থান ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক নজরদারি থাকবে।
এদিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শনিাবর (২০ ডিসেম্বর) দুপুর ২টায় শহিদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিপুল সংখ্যক লোক সমাগম হবে। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে রাজধানীর কয়েকটি সড়কে যান চলাচল সীমিত থাকবে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিশেষ নির্দেশনা জারি করেছে।
আরও পড়ুন: ময়নাতদন্তের জন্য ওসমান হাদির মরদেহ নেয়া হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেলে
ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানাজার সময় মানিক মিয়া এভিনিউতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। বিশেষ করে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হবে। নগরবাসীকে যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
বিকল্প সড়কের নির্দেশনা
► মিরপুর রোড থেকে ফার্মগেটগামী যানবাহন গণভবন ক্রসিং-লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং হয়ে ডানে মোড় নিয়ে গন্তব্যে যাবে।
► ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউ বা ইন্দিরা রোডগামী যানবাহন খেজুর বাগান ক্রসিং থেকে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-লেক রোড-গণভবন ক্রসিং হয়ে যাতায়াত করবে।
► ধানমন্ডি থেকে ফার্মগেটগামী যানবাহন আসাদগেট-গণভবন ক্রসিংয়ে ইউটার্ন নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি হয়ে ফার্মগেটে পৌঁছাবে।
► আসাদগেট থেকে ফার্মগেটগামী যানবাহন গণভবন ক্রসিং-লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি হয়ে যাবে।
► এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন খেজুর বাগান ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং-লেক রোড-আসাদগেট হয়ে ধানমন্ডিতে প্রবেশ করবে।
► মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭ নম্বরগামী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন-আসাদগেট হয়ে সোজা যাতায়াত করতে পারবে।
► এলিভেটেড এক্সপ্রেসওয়েগামী যানবাহনকে ফার্মগেট র্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহার করার অনুরোধ করা হয়েছে।
ডিএমপি সকাল থেকে জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত মানিক মিয়া এভিনিউ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ব্যাগ বা ভারী জিনিসপত্র বহন না করার অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন: লন্ডন থেকে দেশে ফিরেই ওসমান হাদির মরদেহ দেখতে গেলেন জামায়াত আমির
পুলিশের পক্ষ থেকে নগরবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে যাতে ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক থাকে এবং অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য