খুলনা আদালত প্রাঙ্গণে জোড়া খুন
কিলিং মিশনে অংশ নেওয়া এজাজ আটক, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
ছবি: সংগৃহীত
কিলিং মিশনে সরাসরি অংশ নেওয়া এজাজুল হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব, খুলনায় আদালত চত্বরে সংঘটিত আলোচিত ডাবল মার্ডার মামলায় তাকে আটক করা হয়। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নিস্তার আহমেদ।
এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে খুলনার রূপসা উপজেলার আইচগাতি এলাকা থেকে এজাজুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার ফারুক হোসেনের ছেলে এবং খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত। এজাজের বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ ডজনখানেক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
সংবাদ সম্মেলনে র্যাব-৬ এর অধিনায়ক জানান, গত ৩০ নভেম্বর খুলনা মহানগরীর আদালত চত্বরের প্রধান ফটকের সামনে ফজলে রাব্বী রাজন (৩০) ও হাসিব হাওলাদার (৪০) কে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার পরপরই র্যাব ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং সিসিটিভি ফুটেজ ও মোবাইলে ধারণকৃত ভিডিও বিশ্লেষণের মাধ্যমে কিলিং মিশনে অংশ নেওয়া সাতজনকে শনাক্ত করে।
তিনি আরও বলেন, খুলনা মহানগরীতে গ্রেনেড বাবু ও পলাশ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার, শক্তিমত্তা প্রদর্শন, মাদক ব্যবসার অর্থ ভাগাভাগি এবং চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে চলমান দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর খুলনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা শেষে ফেরার সময় রাজন ও হাসিবকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে এবং কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর হামলার আশঙ্কায় নিহতদের পরিবার মামলা করতে অস্বীকৃতি জানালে পুলিশ বাদী হয়ে দুদিন পর একটি হত্যা মামলা দায়ের করে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য