ইরানে খেলতে অস্বীকৃতি জানানোয় নিষিদ্ধ ভারতীয় ক্লাব
ছবি- আল জাজিরা
এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টু’র ম্যাচে ইরান ভ্রমণে অস্বীকৃতি জানানোয় ভারতের ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টকে বড় ধরনের শাস্তি দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। নিরাপত্তাজনিত কারণে ম্যাচ খেলতে না যাওয়ার দায়ে ক্লাবটিকে এশীয় প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার পাশাপাশি এক লাখ ডলারের বেশি অর্থদণ্ড আরোপ করা হয়েছে। গত বুধবার (১৭ ডিসেম্বর) এএফসির ডিসিপ্লিনারি ও এথিকস কমিটি এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়।
এএফসির বিবৃতি অনুযায়ী, মোহনবাগান ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত পরবর্তী যে এশীয় প্রতিযোগিতার জন্য যোগ্যতা অর্জন করবে, সেখান থেকে তাদের বাদ দেয়া হয়েছে। শাস্তির পাশাপাশি ভারতীয় চ্যাম্পিয়নদের সরাসরি ৫০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। এছাড়া ম্যাচ বাতিল হওয়ায় এএফসি এবং ইরানের ক্লাব সেপাহান এসসির যে আর্থিক ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ বাবদ আরও ৫০ হাজার ৭২৯ ডলার পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রাপ্য আর্থিক ভর্তুকিও হারাল ক্লাবটি। খবর- আল জাজিরা
ঘটনার সূত্রপাত গত সেপ্টেম্বরে, যখন গ্রুপ পর্বের ম্যাচ খেলতে ইরানের ইসফাহানে যাওয়ার কথা ছিল মোহনবাগানের। তবে সে সময় মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন পরিস্থিতি ও নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়ার অজুহাতে ইরানে যেতে রাজি হয়নি দলটি। ক্লাব কর্তৃপক্ষ দাবি করেছিল, খেলোয়াড়দের জীবন ও পরিবারের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই তারা এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া দলে থাকা অস্ট্রেলিয়া, স্পেন ও যুক্তরাজ্যের ফুটবলারদের নিজ নিজ দেশ থেকে ইরান ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় ক্লাবটি আরও বেশি সতর্ক ছিল।
এই পরিস্থিতির প্রেক্ষাপটে মোহনবাগান নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচটি আয়োজনের অনুরোধ জানিয়ে ‘কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস’ (সিএএস)-এ আবেদন করেছিল। তবে প্রাথমিক শুনানিতে সিএএস সেই আবেদন খারিজ করে দেয়।
উল্লেখ্য, গত বছরও ইরানের ক্লাব ট্র্যাক্টর এসসির বিপক্ষে ম্যাচের আগে ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় নিরাপত্তাজনিত উদ্বেগে টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নিয়েছিল মোহনবাগান। ক্লাব সূত্রে জানা গেছে, এএফসির এই কঠোর নিষেধাজ্ঞার বিরুদ্ধে পুনরায় আপিল করার বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য