শুক্রবার ৩০ জানুয়ারি, ২০২৬, ০৯:০৬ অপরাহ্ণ

গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার থানায় সেলফি, দুই পুলিশ ক্লোজড

১৯ ডিসেম্বর, ২০২৫ ২:৪৬:০৪
ছবি: ফেসবুক থেকে

চট্টগ্রামের পটিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা থানায় সেলফি তুলে ফেসবুকে ভাইরালের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশকে ক্লোজড করা হয়েছে। তারা হলেন- পটিয়া থানার উপ-পরিদর্শক মো. মাহমুদুল হক ও কনস্টেবল মো. সেলিম।

এর আগে গত বুধবার রাতে পটিয়া পৌর সদরের কাগজীপাড়া এলাকা থেকে গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতা শোয়াইব উল ইসলাম মহিম (২১) থানাতে ঘুমিয়ে থাকা কনস্টেবল মো. সেলিমের একটা ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করে। এ ঘটনায় দিনভর এলাকায় আলোচনা চলে।

গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা মহিম পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের আবুল বশরের ছেলে। সে ওই এলাকার ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি। ছাত্রলীগ নেতা পুলিশ হেফাজতে থাকার পরও তাকে ফেসবুকে নিয়মিত পোস্ট দিতে দেখা যায়। এক স্ট্যাটাসে তিনি লেখেন-“আমার জন্য সবাই দোয়া করবেন। আমি পটিয়া থানায়। দেখা হবে আবারো, ফিরবো বীরের বেশে কোন একদিন। জয় বাংলা।”

পরবর্তীতে থানা পুলিশের অফিস কক্ষে হাতকড়া পরা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন-“এইদিন দিন নয়, দিন আরও আছে।”

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসব ছবি ভাইরাল হলে ওই ছাত্রলীগ নেতার আইডি থেকে মুচেও দিয়েছে বলে জানা গেছে।

এছাড়া, গ্রেপ্তারের পর থানায় থাকা অবস্থায় তিনি ঘুমন্ত কনস্টেবল মো. সেলিমের একটি ছবি তুলে তা নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসলে দায়িত্ব অবহেলার কারণে এসআই মাহমুদুল হক ও কনস্টেবল সেলিমকে তাৎক্ষণিকভাবে ক্লোজড করা হয়।

একদিকে, ক্লোজড হওয়ার বিষয়টি জানতে কনস্টেবল সেলিম অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তকা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দায়িত্ব অবহেলার কারণে পটিয়া থানার উপ-পরিদর্শক মাহমুদুল হক ও কনস্টেবল সেলিমকে ক্লোজড করা হয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD