শুক্রবার ৩০ জানুয়ারি, ২০২৬, ০৫:১৪ অপরাহ্ণ

আ’লীগ-জাপাসহ ১৪ দল নিষিদ্ধে আইনি নোটিশ

১৭ ডিসেম্বর, ২০২৫ ১২:৩৩:৩৭
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটকে নিষিদ্ধের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও আইন মন্ত্রণালয়ে আইনি নোটিশ দিয়েছে গণঅভ্যুত্থানের পক্ষে থাকা অন্তত ৩৬টি দল ও সংগঠনের জোট ‘জুলাই ঐক্য’। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জুলাই ঐক্যের পক্ষে আইনি নোটিশ প্রদান করেন আব্দুল্লাহ আল মাহমুদ (বোরহান মাহমুদ)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৮ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ ধীরে ধীরে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করে, যা ২০১৪ সালে বিনা ভোটে ক্ষমতা দখলের মাধ্যমে চূড়ান্ত রূপ লাভ করে। দেড় দশকের বেশি সময় ধরে চলা এই শাসনের অবসান ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট (৩৬ জুলাই)।

এতে আরও অভিযোগ করা হয়, দীর্ঘ এই অপশাসনে আওয়ামী লীগের সহযোগী হিসেবে জাতীয় পার্টিসহ আরও কয়েকটি দল সক্রিয় ভূমিকা পালন করেছে, যাদের নিয়ে গঠিত ছিল তথাকথিত ১৪ দলীয় জোট।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশ ছেড়ে পালিয়ে যান। তবে পরিবর্তিত বাংলাদেশকে অস্থিতিশীল করতে তারা এখনও ষড়যন্ত্র ও অপতৎপরতায় লিপ্ত রয়েছে।

এর অংশ হিসেবে সম্প্রতি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম সারির যোদ্ধা ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। এ ঘটনার পর আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের অন্যান্য দলকে নিষিদ্ধের দাবি আরও জোরালো হয়েছে বলে জানায় জুলাই ঐক্য।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD