শনিবার ৩১ জানুয়ারি, ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ

ভারত থেকে বিদায়বেলায় যা বলে গেলেন মেসি

১৬ ডিসেম্বর, ২০২৫ ৯:০৬:৫৮
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী শহর দিল্লি দিয়ে শেষ হয়েছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ‘গোট ইন্ডিয়া ট্যুর’। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে সোমবার (১৫ ডিসেম্বর) মেসিকে দেখার জন্য উপস্থিত হয়েছিলেন হাজার হাজার দর্শক। মেসিও বিদায়ী বার্তা দেন তাদের। প্রতিবেদন এনডিটিভির।

ভারতে মেসির যাত্রা শুরু হয়েছিল কলকাতা শহর দিয়ে। তবে শুরুটাই হয় চরম বিশৃঙ্খলা দিয়ে। সবচেয়ে অস্বস্তিকর অবস্থায় পড়েন মেসি। অব্যবস্থাপনার সাক্ষী হয়ে আগেভাগেই ছাড়েন কলকাতা। পরে যান হায়দরাবাদে। সেখানে সফল অনুষ্ঠান ছেড়ে যান মুম্বাইয়ে। সেখানে ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারসহ বলিউড তারকাদের সঙ্গে সাক্ষাৎ হয় তার। এরপরই উড়াল দেন দিল্লির উদ্দেশে।

দিল্লিতে সময়মতো পৌঁছাতে পারেননি মেসি। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার কুয়াশা ও দৃশ্যমানতা কম থাকার কারণে মুম্বাই থেকে মেসির ফ্লাইট বিলম্বিত হয়।

দীর্ঘ অপেক্ষার পর ইন্টার মায়ামির দুই সতীর্থ লুইস সুয়ারেস ও রদ্রিগো দে পলকে নিয়ে মেসি মাঠে ঢুকতেই উল্লাসে ফেটে পড়ে অরুন জেটলি স্টেডিয়াম। সেখানে পৌঁছেই প্রদর্শনী ম্যাচ খেলা দুই দলের ফুটবলারদের সঙ্গে তারা করমর্দন করেন। ছবি তোলেন তাদের সঙ্গে।

এরপর তাকে স্বাগত জানান দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। এসময় আইসিসি প্রেসিডেন্ট ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সচিব জয় শাহ মেসির হাতে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে মুম্বাইয়ে অনুষ্ঠেয় ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচের টিকেট তুলে দেন। দেওয়া হয় ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের সই করা ব্যাট। তিন ফুটবলারকে ভারতীয় ক্রিকেট দলের জার্সিও উপহার দেন জয় শাহ।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে মেসি বলেন, ‘ভারতে এই দিনগুলোতে পাওয়া ভালোবাসা ও সম্মানের জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমি। এটি আমাদের জন্য সত্যিই সুন্দর অভিজ্ঞতা ছিল।

আর্জেন্টাইন এই মহাতারকার ভাষ্য, ‘আমরা এই ভালোবাসা হৃদয়ে ধারণ করব এবং আমরা অবশ্যই ফিরে আসব, আশা করি একদিন ম্যাচ খেলতে বা অন্য কোনো অনুষ্ঠানে, তবে আমরা অবশ্যই আবার ভারতে আসব। আপনাদের অনেক ধন্যবাদ।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD