বাংলাদেশের নাম নিলেন না মোদি, বললেন ‘ভারতের ঐতিহাসিক বিজয়’

১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪১:১৩

১৬ ডিসেম্বর, বাংলাদেশের মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশ। প্রতি বছর দিনটি বিশেষ মর্যাদায় পালিত হলেও এবার বিজয় দিবস নিয়ে আলোচনায় উঠে এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক পোস্ট।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ফেসবুকে এক পোস্টে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ‘ভারতের যুদ্ধ’ বলে দাবি করেন। পোস্টের কোথাও বাংলাদেশের নাম উল্লেখ না করে মোদি একে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে উল্লেখ করেন।

মোদি তার পোস্টে লেখেন, ‘বিজয় দিবসে, আমরা সেই সাহসী সৈনিকদের স্মরণ করি যাদের সাহস এবং আত্মত্যাগের ফলে ১৯৭১ সালে ভারত ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল। তাদের দৃঢ় সংকল্প এবং নিঃস্বার্থ সেবা আমাদের জাতিকে রক্ষা করেছিল এবং আমাদের ইতিহাসে গর্বের মুহূর্ত স্থাপন করেছিল।’

তিনি আরও লেখেন, ‘এই দিনটি তাদের বীরত্বের প্রতি শ্রদ্ধা এবং তাদের অতুলনীয় চেতনার স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে। তাদের বীরত্ব ভারতীয়দের প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রাণিত করে।’

গতবছরও একই ধরনের একটি পোস্টে মোদি মুক্তিযুদ্ধকে ‘ভারতের যুদ্ধ’ বলে দাবি করেছিলেন। তখনও তিনি বলেন, ‘আজ, বিজয় দিবসে, আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই।’

উল্লেখ্য, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু হওয়া বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ১৯৭১ সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জন করে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য