মেডিকেলে দেশসেরা হলেন শান্ত, পেলেন কত নম্বর
ছবি: সংগৃহীত
সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ৯১ দশমিক ২৫ নম্বর পেয়ে দেশসেরা হয়েছেন জাহাঙ্গীর আলম শান্ত নামে এক ভর্তিচ্ছু।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, জাহাঙ্গীর আলম শান্তর রোল নম্বর ২৪১৩৬৭১। তার পরীক্ষাকেন্দ্র ছিল রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। ভর্তি পরীক্ষায় তিনি সর্বোচ্চ ৯১ দশমিক ২৫ নম্বর অর্জন করেন।
রোববার (১৪ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। চলতি বছর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় মোট পাশের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ।
এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ১ লাখ ২২ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২০ হাজার ৪৪০ জন, যা মোট আবেদনকারীর ৯৮ দশমিক ২১ শতাংশ। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ হাজার ১৯২ জন (১ দশমিক ৭৯ শতাংশ)। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
ভর্তি পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছেন ৮১ হাজার ৬৪২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন, যা মোট উত্তীর্ণের ৩৮ দশমিক ১৩ শতাংশ। অপরদিকে নারী পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন ৫০ হাজার ৫১৪ জন, যা ৬১ দশমিক ৮৭ শতাংশ।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, মেধা তালিকা ও কোটাভিত্তিক আসন বণ্টনসংক্রান্ত পরবর্তী কার্যক্রম শিগগিরই জানানো হবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য