প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

রাজধানীর ৩ এলাকায় ককটেল বিস্ফোরণ

১৪ ডিসেম্বর ২০২৫, ১২:২২:৪১

ফাইল ছবি

রাজধানীর মিরপুর, মৌচাক ও শান্তিনগরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে এই তিন এলাকায় পৃথক চারটি ককটেল বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। এ ঘটনায় মিরপুরে ফুটপাতের এক দোকানি আহত হয়েছেন বলে জানা গেছে।

এরমধ্যে বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর-১ নম্বরের মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সের ছাদের ওপর থেকে ফুটপাতে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই সময় বিকট শব্দে বিস্ফোরণে মার্কেটের সামনের ফুটপাতের এক দোকানি আহত হন।

বিষয়টি নিশ্চিত করে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, মিরপুরের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে ওই ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে ফুটপাতের এক দোকানি সামান্য আহত হয়েছেন। ইতোমধ্যে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মার্কেটের ওপর থেকে কেউ একজন ককটেলটি বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে।

এদিকে শনিবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ নম্বরের পুলিশ বক্সের কাছে পৃথক একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি রাত সোয়া ৮টার দিকে রাজধানীর শান্তিনগর এলাকার পশ্চিম সিগন্যালের কাছে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ওই সময় ককটেলটি সিগন্যালের কাছের একটি বটগাছে থাকা বিজ্ঞাপনের বিলবোর্ডে লেগে বিস্ফোরিত হয়। তবে দু’টি ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

অন্যদিকে শনিবার রাত পৌনে ৯টার দিকে রাজধানীর মৌচাক ক্রসিংয়ে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায়ও কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য